নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৪ নং ওয়ার্ডের ঘুড়ি প্রতীকে কাউন্সিলর প্রার্থী মনিরুজ্জামান মনির শ্রী শ্রী লক্ষীণারায়ন জিউর বিগ্রহ মন্দিরে ৫৬ প্রহর ব্যাপী হরিনাম কীর্তন অধিবাসের র্যালীতে অংশগ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার ( ৪ জানুয়ারি ) রাত আট’টায় লক্ষীণারায়ন জিউর আকরা হতে এর্যালী বের হয়ে নগরীর কয় একটি এলাকা প্রদক্ষিণ করে জিউস পুকুর পাড় ঘাট যাওয়া হয়।
ঘুড়ি প্রতীকে কাউন্সিলর প্রার্থী মনিরুজ্জামান মনির বলেন হিন্দু সম্পদায়ের ৫৬ প্রহর ব্যাপী হরিনাম কীর্তন অধিবাসের র্যালীতে আমার অংশগ্রহণ কোন উদ্দেশ্য নেই। আমার কাছে হিন্দু ও মুসলিম সব ধর্ম মানুষ সমান। কাউকে আলাদা করে দেখান কোন কুযোগ নেই। তারা বাংলার সন্তান। তাদের সাথে আমাদের ব্যবসা বাণিজ্যসহ সামাজিক কাজে উঠাবসা। তাই তেদেরকে অন্য চোখে দেখার কোন সুযোগ নেই।
তিনি আরোও বলেন, আমি নির্বাচন উপলক্ষে তাদের কাছে যাইনাই। আমি সাবেক জনপ্রতিনিধি হিসেবে তাদের পাশে আমি সব সময় ছিলাম থাকবো। তাছাড়া আমাকে এলাকার সন্তান হিসেবে তারা দেখেন। তারা যেহেতুক আমাকে সম্মান দেন তাই তাদের সম্মানে আমার যাওয়া। আমি আশাকরি এবার তাদের ভোটে আমাকে ঘুড়ি প্রতীকে বিপুল ভোটে জয়যুক্ত করবে। কারন জনপ্রতিনিধি না হয়েও সবসময় এ মানুষদের সাহায্য সহযোগীতা করছি এবং ভবিষ্যতেও করব।
উপস্থিত ছিলেন, হোসেয়ারী শ্রমিকলীগের সভাপতি স্বপন দত্ত, হরিপদ বিশ্বাস, শামীম, দীলিপ দাস, মো.আওলাদ হোসেন, মাদপ দাস, পবন দাস প্রমুখ।