মানবতার মা খ্যাত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের চশমা প্রতীকে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী আয়শা আক্তার (দিনা) গণসংযোগ শেষে সিলেট জেলায় হযরত শাহাজালাল (রঃ) ও শাহপরান (রঃ) রওজা শরীফ জিয়ারত করেছেন।
গত সোমবার ওয়ার্ড গুলোতে গণসংযোগ করে মঙ্গলবার (৪ জানুয়ারি) সিদ্ধিরগঞ্জ হতে ভোরে সিলেটের উদ্দেশ্যে রওনা হযন তিনি।
এসময় তিটি ওয়ার্ডবাসীর মঙ্গল কামনা করেন এবং নির্বাচনে বিজয়ের জন্য দোয়া প্রার্থনা করেন।
করোনাযোদ্ধা সংরক্ষিত ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আয়শা আক্তার দিনা সোজাসাপটাকে জানান, যেহেতু আমরা এখনও নিম্ন আয়ের দেশ তাই বিগত করোনাকালীন আমাদের জনগণের হতদরিদ্র, মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের কষ্ট আমি দেখেছি। আমি এখানে অলি আউলিয়ার মাজারের জিয়ারত করতে এসেছি। আমার ওয়ার্ডের জনগণের মঙ্গলকামনায় ও মহামারী হতে পরিত্রান পাওয়ার আশায়।
তিনি আরও বলেন, আমি যেখানেই যাচ্ছি আলহামদুলিল্লাহ সবার এত ভালোবাসা এত পরম স্নেহ পাচ্ছি যে এক জীবনে বেচে থাকার জন্য এর চেয়ে বেশি কিছুর আর চাওয়া নেই আমার। শুধু বলবো শুকুর আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে আমি জনতার ভালোবাসায় বিপুল ভোটে নির্বাচিত হবো।
দিনা আরোও বলেন, তিনটি ওয়ার্ডে জনগনের প্রতি একটিই চাওয়া আপনারা ১৬ ই জানুয়ারি ২০২২ ভোট কেন্দ্রে আসুন আপনার মূল্যবান ভোটটি আপনি দিন। ভোট আপনার আমানত।কোন প্রকার টাকার প্রলোভনে না পরে যে আপনাকে মাটি ও মানুষের সাথে একাকার হয়ে সেবা দিবে তাকে আপনার মূল্যবান ভোটটি দিন। আপনারা একদিন আমাকে ভোট দিয়ে যে পাঁচটি বছর আপনাদের সেবা করার সুযোগ করে দিয়েছেন। পুনরায় আবারও মূল্যবান ভোটটি দিয়ে আপনাদের পাসে থেকে সেবা করার সুযোগ করে দিবেন এটা আমার প্রত্যাশা এবং ওয়ার্ডের অসমাপ্ত কাজগুলা সম্পন্ন করে পরিছন্ন, সুন্দর ও আধুনিক ওয়ার্ড হিসেবে আপনাদের উপহার দিতে পারি সেই কামনায় পাচটি বছর সেবা করার সুযোগ দিন।