1. [email protected] : admin :
  2. [email protected] : Narayanaganj Press : Narayanaganj Press
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৩৬ অপরাহ্ন

৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন এর অপকর্ম ফাঁস করলেন আপন ভাই

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ৬৫১ Time View

মাদক কারবারীতে অস্বীকৃতি জানালে র‍্যাব ও পুলিশের ভয় দেখানোর প্রতিবাদে সিদ্ধিরগঞ্জ ৮ নং ওয়ার্ডে কাউন্সিলর রুহুল আমিন মোল্লার কুকর্মের হাঁড়ি ভাঙলেন তারই নিজের বড় ভাই খোকন মোল্লা।

সিদ্ধিরগঞ্জ এলাকার বাসিন্দা এক ব্যাক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম(ফেসবুক) আইডিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভিডিও বার্তায় দৃষ্টি নজর করে খোকন মোল্লা বলেন,গত দশবছর আগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ৮নং ওয়ার্ডে রুহুল আমিন মোল্লা পাস করার পর থেকে তার ছত্রতলে থাকা ঘনিষ্ট লোকজন দিয়ে মাদক কারবারি করাতেন। এবং বড় ভাইকে দিয়ে সে মাদক বিক্রির টাকা কালেকশন করাতেন বর্তমান কাউন্সিলর রুহুল মোল্লা।

তিনি আরোও বলেন, আমি যখনই এসমস্ত অবৈধ কাজ থেকে বিরত থাকার অপরাগত প্রকাশ করার পর থেকে র‍্যব,পুলিশের ভয় দেখায়। আমাকে মাদকাসক্তি বানিয়ে আমার বাড়ি ঘর দখল করে। তাই প্রসাশন আমার বিষয়ে সুদৃষ্ট রাখবেন।
সিদ্ধিরগঞ্জ ৮নং ওয়ার্ডবাসী জানান এবিষয়ে খুবই নিন্দনিয় কাজ করেছেন বর্তমান কাউন্সিলর রুহুল আমিন মোল্লা। তার বড় ভাইয়ের সাথে এরকম করেছে তাহলে এলাকা বা ওয়ার্ডের জনসাধারণের সাথে কি করবে।

তারা আরোওবলেন, কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর থেকে আজ অব্দি মাদক নির্মূল করতে পারেন নাই। ওয়ার্ডে আমাদের ছেলেদের ধ্বংস করেছে রুহুল মোল্লা।তিনি জনপ্রতিনিধি নয় মাদক সাম্রাজ্যের গডফাদার।আমরা মাদকের গডফাদার জনপ্রতিনিধি চাইনা। কেননা যে জনপ্রতিনিধি যুব সমাজ ধ্বংস করে সে কিকরে জনপ্রতিনিধি হয়। প্রশাসন এসমস্ত মাদক সাম্রাজ্যের গডফাদারদের দ্রুত ব্যবস্থা নিবে বলে আমাদের বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© ২০২৩ | সকল স্বত্ব  নারায়ণগঞ্জ প্রেস কর্তৃক সংরক্ষিত
Designed by RIAZUL