নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ১৪ নং ওয়ার্ডের ঘুড়ি প্রতীকে কাউন্সিলর প্রার্থী মনিরুজ্জামান মনির এর উঠান বৈঠক অনুষ্ঠানে সফিউদ্দিন প্রধানের প্রতি ক্ষোভ দেখালেন হিন্দু ভোটাররা।
বুধবার ( ৫ জানুয়ারি ) বিকাল সাড়ে তিনটায় দেওভোগ আকরা মন্দির সংলগ্নে রথখোলা সড়ক গল্লির এলাকাবাসীর আয়োজনে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
দীলিপ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ঘড়ি প্রতীকে কাউন্সিলর মনিরুজ্জামান মনির বলেন, আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ। আমি যদি আপনাদের কাছে অন্যায় করে থাকি আল্লাহর রাস্তে আমাকে ক্ষমা করে দিয়ে এবারে নির্বাচন সকলে ঐক্য হয়ে ঘুড়ি পতীকে ভোট দিবেন।
তিনি আরো বলেন, আমি এ এলাকায় যে কাজ করে গিয়েছি তা খানাখন্দে পরিনত হয়েছে। আমি জনপ্রতিনিধি না হয়েও আপনাদের পাশে থেকে পুকুরে গোসল ও প্রয়োজনীয় কাজ করার জন্য ময়লা পরিস্কার করে দিয়েছি। আমি নির্বাচিত হলে আপনাদে দাবী মেয়র মহোদয়কে নিয়ে দাবী পূরণ করবো।
এসময় উপস্থিত হিন্দু সম্পদায়ের মহিলারা বলেন, এ ৫ বছরে ওয়ার্ডের কাউন্সিলর সফিউদ্দিন প্রধান আমাদের এলাকাতে কোন কাজ করেন নাই। সিটির বিদ্যুৎ লাইনের কোন কাজ করতে চায়না। এলাকাতে ময়লা আবর্জনা পরিস্কার করেনা। তার এলাকাতে সুইপার দিয়ে পরিছন্ন ঠিকই রাখে। করোনাকালীন আমাদের সাহায্য সহযোগীতা কোন নাম নেয়নি। সিডিসি থেকে যে সহযোগীতা আসে তা আমরা পাই না। এবং সরকারী ভাবে ২৫শত করে যে অর্থ এসেছে তা এ এলাকাতে কাউকে দেওয়া হয় নাই।
তারা আরোও বলেন, সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান মনির যা করে রেখে গেছেন তা দিয়েই চলছে। মনির ভাই জনপ্রতিনিধি না হয়ে আমাদের জন্যে যা করেছে তাকে আমরা ভূলতে পারবো না।
এসময় উপস্থিত ছিলেন, সিডিসি নেত্রী সাহিদা বেগম, সাগরীকা রানী, হরিপদ বিশ্বজিদ, লালা, শামীম, ড:রনঞ্জিত, সজিত সাহা, রাজিপ, উজ্জল, অপু, রাকিবুল ইসলাম রাকিব, সোহেল, সোলেমান প্রমুখ।