1. [email protected] : admin :
  2. [email protected] : Narayanaganj Press : Narayanaganj Press
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৪ পূর্বাহ্ন

ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাদের বেতন স্কেল বাস্তবায়নের দাবীতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ৪৫৪ Time View

প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত ভূমি সহকারী কর্মকর্তা ও ভূমি উপ-সহকারী কর্মকর্তাদের উন্নীত বেতনস্কেলের উপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহারের দাবী জানিয়ে মানববন্ধ করেছে বাংলাদেশ ভূমি অফির্সাস কল্যান সমিতির নারায়ণগঞ্জ শাখা। একই সাথে আগামী ৩ মাসের মধ্যে নব নিয়োগ ও ভূমি উপ সহকারী কর্মকর্তাদের পদন্্েনাতির দাবী তুলেন মানববন্ধনে আগত নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার ( ৬ জানুয়ারি ) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যান সমিতির কেন্দ্রীয় অতিরিক্ত মহাসিচব মো. ইব্রাহীম খলিল উল্লাহর নেতৃত্বে ভূমি সহকারী কর্মকর্তা ও ভূমি উপ-সহকারী কর্মকর্তাদের নিয়মিত পদোন্নতি এবং নতুন নিয়োগ বিধি মোতাবেক নিয়োগ প্রদানের জন্য বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা শাখার পক্ষ থেকে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর মাধ্যমে জনপ্রশাসন সচিব, ভূমি মন্ত্রণালয়ের বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যান সমিতির কেন্দ্রীয় কার্যকরি কমিটির সভাপতি মো. আবুল হোসেন বলেন, ২০১৩ সনে প্রধানমন্ত্রী ইউনিয়ন ভূমি সহকারী ও উপ সহকারী কর্মকর্তাদের বেতন স্কেল উন্নীতকরণ সহ নিয়োগবিধির অনুমোদন করেন। পরে তা ৫০৭ ও ৫০৮ নম্বর স্বারকের আদেশ জারীর মাধ্যমে মাঠ পর্যায় বেতন নির্ধারণ ও উত্তোলনের বাস্তবায়ন হয়। কিন্তু পরববির্ততে তা আবার অর্থ মন্ত্রণালয়ের স্মারকসহ ভূমি মন্ত্রণালয়ের ৫০৭,৫০৮ স্মারক অনাকাঙ্খিত ভাবে ভূমি মন্ত্রণালয় হতে ২০১৩ সনের ২৫ জুন ৫২৬ নম্বর স্মারকের মাধ্যমে স্থগিত করা হয়। যার ফলে প্রধানমন্ত্রীর অনুমোদিত অর্থ মন্ত্রণালয়ের স্মারকের শর্তানুযায়ী নব নিয়োগ এবং পদোন্নতি বন্ধ থাকায় ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ে ব্যাপক শূন্যতার সৃষ্টি হয়েছে। তাই আমরা এই স্থগিত আদেশ প্রত্যাহারের দাবী জানাই। আমরা একটি আদেশে ভূমি সচিবের দরবারে বারবার হাজির হয়েছি। ভূমি সচিব আজ কাল করতে এ্ই পর্যন্ত আমাদের বঞ্চিত করেছে। আমরা আর বঞ্চিত থাকতে চাই না।

মানববন্ধনে কেন্দ্রয়ী ভূমি অফিসার্স কল্যান সমিতির অতিরিক্ত মহাসিচব ইব্রাহীম খলিল জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয় যাচাই বাচাই করে ভূমি সহকারী কর্মকর্তা ও ভূমি উপ-সহকারী কর্মকর্তাদের উন্নীত বেতনস্কেলের অনুমোদন করেন প্রধানমন্ত্রী।

তা যখন বাস্তবায়নের পথে এগিয়ে আসে তখন অযাচিত কারনে তা স্থগিত আদেশ করা হয়। অথচ মাঠ পর্যায়ের ভূমি সহকারী ও উপসহকারী কর্মকর্তারা খেয়ে না খেয়ে দিন রাত পরিশ্রম করে মানুষের সেবা দিয়ে যাচ্ছে। এছাড়াও আমাদের বেতন স্কেল এবং পদোন্নতি প্রদানের বিষয়ে আশ্বাস করলেও কার্যত এখনো পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহন না করার ফলে ভূমি উপসহকারি কর্মকর্তাগণ মাঠ পর্যায়ের একাধিক অফিসের দায়িত্বে রয়েছেন, যাদের দীর্ঘ দিন যাবৎ পদোন্নতি নেই। অন্য দিকে মৃত্যুবরণ, অবসরজনিত কারণে লোকবল অর্ধেকে নেমে এসেছে। তাই এখন দাপ্তরিক কাজ কষ্টসাধ্য হওয়া সত্বেও রাত দিন পরিশ্রম করে ডিজিটাল ব্যবস্থায় ভূমি উন্নয়ন কর পাইলটিং কার, ই নামজারী করা সহ যাবতীয় দাপ্তরিক কাজ নিজ পরিবারের লোকজনদেরকে কাজে লাগিয়ে বাস্তবায়ন করে যাচ্ছে। তিনি আরও বলেন, আমাদের দাবী গুলো কর্তৃপক্ষ জানা স্বত্বেও ৫২৬ স্মারকে বেতনের স্থগিত আদেশ প্রত্যাহার না করে ৩৮১ নম্বর স্মারকে চুড়ান্ত নিষ্পত্তিকৃত বিষয়কে উপেক্ষা করে পুনরায় জনপ্রশাসন মন্ত্রণালয় ২০২১ সনের ৩ অক্টোবর ৪২৩ নম্বর স্মারক প্রদান করায় সমিতির সকল পর্যায়ের কর্মকর্তাদের মাঝে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অন্যায় ভাবে স্থগিত এ আদেশ আমরা প্রত্যাহারের দাবী জানাচ্ছি। যদি আমাদের এ দাবী মেনে না নেয়া হয় তাহলে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবো।

এ সময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ ভূমি অফিস কল্যান সমিতির জেলা শাখার সভাপতি জনাব মো. মাহবুব হোসেন, কেন্দ্রীয় কার্যকরি সভাপতি জনাব মো. আবুল হোসেন কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত মহাসচিব মো. ইব্রাহীম খলিল উল্লাহ্ সহ জেলার সকল ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ও উপসহকারি সম্মানিত সহকর্মীগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© ২০২৩ | সকল স্বত্ব  নারায়ণগঞ্জ প্রেস কর্তৃক সংরক্ষিত
Designed by RIAZUL