নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ৮নং ওয়ার্ডের লাটিম প্রতীকে কাউন্সিলর প্রার্থী মো. মহসিন ভূঁইয়ার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ জানুয়ারি ) বিকালে তাঁতখানা এলাকায় বাসীর আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন কোরবান মাহাজন।
প্রধান অতিথি বক্তব্যে ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ও লাটিম প্রতীকে কাউন্সিলর প্রার্থী মো. মহসিন ভূঁইয়া বলেন, সবজায়গায় একটাই কথা, এলাকার উন্নয়ন। উন্নয়ন আমার এলাকায়ও হয়নি। আপনাদের ট্যাক্সের টাকা ও সরকারের টাকায় কাজ হয়। এটা একটা ধোঁকাবাজি। আপনার ও সরকারের টাকায় কাজ হয়, সুতরাং তাদের প্রশংসা করতে হবে। আমি যদি কোনদিন নির্বাচিত হই আপনাদের টাকায় কাজ হবে এতে আমার বাহবা নেয়ার কিছু নেই। আপনারা শুধু দেখবেন আমার কাজ ঠিক করছে কীনা। এখানা বলা হয়েছিল খেলার মাঠ হবে, স্কুল, কমিউনিটি সেন্টার হবে কিন্তু কিছুই নেই। আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হই তাহলে প্রথমেই কমিউনিটি সেন্টার তৈরি করব যাতে বিয়ে শাদির অনুষ্ঠানে অসুবিধা না হয়।
তিনি বলেন, আপনারা দেখেছেন করোনা কালীন সময়ে তাঁতখানা এলাকায় যত অনিয়ম দুর্নীতি হয়েছে তা শুধু কয়েকটি পরিবারের জন্য হয়েছে। আমার মনে হয়না এই এলাকার গরিব মানুষদের কোন উপকার হয়েছে। আমার অনেক মা বোনের অনেক কষ্ট হয়েছে। আমরা অল্প কথায় অনেক কিছু বুঝে নেই। কারন এই এলাকার মানুষ খেটে খাওয়া মানুষ। তারা হাত পাতার মানুষ না।
তিনি আরও বলেন, মৃত্যুর মালিক আল্লাহ। যারা হুমকি দিচ্ছেন কী কারনে দিচ্ছেন জানি না। অনেকে বলছেন অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে এলাকা দখল করে নিবে তারা। এটা কী কারও সম্পদ না ভোট। আপনারা চোখ কান খোলা রেখে এলাকায় ঐক্যবদ্ধ ভাবে থাকবেন। কারন মানুষ জিম্মি করে মানুষের মন জয় করা যায় না। আমি এখানে দশ বছর ঠিকমত চালাতে পারলে কেন মানুষকে হুমকি দিতে হবে। আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে এই এলাকায় বাধ নির্মাণসহ সকল কাজ করে দেব। রাস্তার বাজেট হয়েছে কিন্তু রাস্তা হয়নি। কোথায় গেল সে বাজেট। কোন অনিয়ম হয়ে থাকলে তা জনসম্মুখে প্রকাশ করা হবে।
এলাকাবাসীর বক্তব্যে বলেন, রুহুল আমিন মোল্লা ১০ বছর থেকে আবারও মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। আমাদের এলাকায় মাঠ করার কথা করেন নাই, স্কুল , কমিউনিটি সেন্টার করে দেওয়ার কথা তাও করেন নাই। ৮ ফুটের রাস্তা কে ৩ ফুট করে ফেলেছে। আমাদের এখানে পানির ব্যবস্থা করে দিতে পারেন নাই।
তারা আরোও বলেন, আমরা সুখ দুঃখে কাউকে কাছে পাইনি। আমরা দুই দুইবার ঘুড়ি উড়িয়েছি। ঘুড়ি শুধু উড়েই গেছে এবার আমরা লাটিম ঘোরাবো। আমরা আমাদের এলাকায় বাইশ হাজার ভোটার থাকতে আমরা কাউন্সিলর রাখতে পারি না। মহসিন ভাই নির্বাচিত হলে তিনি সব সময় আমাদের পাশে থাকবে।
উঠান বৈঠকের আয়োজকদের মধ্যে ছিলেন জাহাঙ্গীর, খায়রুল, শাকিল, মামুনের।
কোরবান মাহাজনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, আবুল সরদার, বিল্লাল শেখ, এড. চায়না সুলতানা, জাহাঙ্গীর, সৈয়দপাড়া পঞ্চায়েত কমিটির নূরইসলাম, যুবলীগ নেতা আমির হোসেন মেঙ্গা, কালাম ভূঁইয়া, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বুলবুল আহমেদ, নাসির উদ্দিন নাসির, আলাউদ্দিন, আসমা প্রমুখ।