নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে ঘুড়ি মার্কা নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন এইচ এম রাসেল। রাসেলের পক্ষে ১৫ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গনসংযোগ করেছেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল ও শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু।
রোববার (৯ জানুয়ারি) বিকেলে টান বাজার আশা- মাশা হল সংলগ্নে হইতে রাসেলের নির্বাচনী পথসভায় অংশ নিয়ে তারা নগরীর বিভিন্ন এলাকা গুরে ভোট প্রার্থনা করেন।
হেলাল বলেন, নির্বাচন জনগনের কাছে যাওয়ার প্রক্রিয়া। নির্বাচন মানুষের কাজ করার প্রতিনিধি নির্ধারণের উপায়। আমরা চাই সমাজের ভাল ছেলেগুলো যেন নির্বাচিত হয়। জনগনের প্রতি আমার অনুরোধ মানুষকে চিনবেন। কোন মানুষটা সমাজের জন্য কাজ করবে। হিন্দু মুসলমান ভাইভাই সকলকে একচোখে দেখবেন।
এসময় সাজনু বলেন, রাসেল সেই করোনা থেকে আজকে পর্যন্ত দীর্ঘদিন যাবৎ মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। বিভিন্ন সময় এই ১৫ নং ওয়ার্ডের নানান সমস্যা তিনি সমাধানের চেষ্টা করেছেন। একটি জনপ্রতিনিধির চেয়ার পাওয়া গেলে সেই চেয়ার দ্বারা ব্যাপক ভাবে কাজ করা যায়। সেই লক্ষ্যে রাসেল আজকে নির্বাচন করছেন। আগামী ১৬ জানুয়ারি আমি এই ১৫ নং ওয়ার্ডবাসীর কাছে দাবী রাখবো যে এইচ এম রাসলেকে ঘুড়ি মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করবেন। আমি আশাকরি আপনারা পরিবর্তনের লক্ষ্যে ভোট দিবেন।
কাউন্সিলর প্রার্থী রাসেল বলেন, এই এলাকায় সমস্যা অনেক। আমরা যেভাবে কাজ করেছি এবং যেরকম ভালবাসা পেয়েছি তাদের এটাই আমার প্রথম জয়। এখানে নানান সমস্যা রয়েছে। সেকারনেই এই ওয়ার্ডবাসী তাদের প্রত্যাখ্যান করতে চায়। জননেত্রী তরুনদের যেভাবে আহ্বান জানিয়েছেন এবং আমার এলাকার সবাই চায় তরএন নেতৃত্ব পেতে। বাকিটা আল্লাহর ইচ্ছা। সকলের কাছে আমার আবেদন আপনাদের ছোটভাই, সন্তান আমি। আমাকে ঘুড়ি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
এসময় গণসংযোগে উপস্থিত ছিলেন, হাজী আনিসুর রহমান, মো.আলী, আতাউর রহমান, প্রতিম ঘোষাল, তাঁতীলীগের মিলন, মির্জা ইসকান্দার, রিপন, কুটু, কালাম, মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদের সভাপতি হামদানউর রহমান সান্ত, জে আর রাসেল আহমেদ, আদিম, প্রমিত, অমিত, অহিদ, বাবুল মোল্লা, আলমঙ্গীর, নীরব, মেহেদী, রাজু, সোবহান, রনি,সানী, রাজিব, ফয়সাল, ইয়াসিন প্রমুখ।