নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী সদ্য সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সমর্থনে ভোট চেয়ে নগরীতে মিছিল করেন। সোমবার বিকেলে নগরীর ডালপট্রি এলাকায় নারায়ণগঞ্জ সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি হোসনে আরা বাবলীর নেতৃত্বে এই নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে শোডাউন করা হয়।
এসময় তিনি বলেন, আইভীকে নৌকা প্রতীক দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই আমরা নৌকার প্রার্থীকে নির্বাচিত করার জন্য তার পক্ষে প্রতিটি মানুষের কাছে গিয়ে ভোট চাইবো। একই সাথে নৌকাকে জয়ী করে আমরা ঘরে ফিরবো। কেননা নৌকা হলো স্বাধীনতার প্রতীক। নৌকাই আমাদের ভরসা। তাই আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকার প্রার্থী আইভীকে জয়ী করে নেত্রীকে উপহার দিবো।
এছাড়াও শোডাউনে কেন্দ্রী আওয়ামীলীগের কর্যকরি সদস্য আবব্দুল আউয়াল বলেন, নারায়ণগঞ্জের সদ্য সাবেক মেয়র আইভি এই শহরের চিত্রকে পাল্টিয়ে দিয়েছে। তিনি এখানকার উন্নয়ন করায় নগরীর মানুষ বার বার তাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করেন। আমার বিশ্বাস এবারও আপনারা আইভিকে নৌকায় মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করবেন। কেননা তাকে প্রধানমন্ত্রী পছন্দ করে নৌকা প্রতীক দিয়েছে। তাকে জয়ী করে আমরা ঘরে ফিরবো।
এসময় উপস্থিত ছিলেন, নিতাইগঞ্জ লোড আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি মাসুদুর রহমান, নাসিক ১৫ নম্বর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক বাদল জোমাদ্দার, মাহবুব হোসেন।