নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ১৪ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর ও লাটিম মার্কার কাউন্সিলর সফিউদ্দি প্রধানের বিরুদ্ধে ভোটারদের মাঝে টাকা বিলি করা ও প্রতিদ্বন্দি প্রার্থীর কর্মীদের মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।
রোববার (৮ জানুয়ারি) সন্ধায় ১৪ নং ওয়ার্ডের ভুঁইয়ারবাগ এলাকায় এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সফিউদ্দিন প্রধানের ছেলে পবন প্রধান ও দর্পণ প্রধানসহ দলবল নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লীপ দিচ্ছে এবং ন্যাশনাল আইডি কার্ড নিয়ে তাদের বিকাশ বা নগদ একাউন্ট আছে কীনা এসব জিজ্ঞেস করছিল। এগুলো লিখে নিয়ে যাওয়ার পরে তারা ফোনে ভোটারদের সাথে কথা বলে এবং টাকার বিনিময়ে ভোটারদের ভোট বিক্রির অফার দেয়।
এসময় কাউন্সিলর মনিরের কর্মীরা বাধা দিয়ে মাইকে ভোটারদের বলেন, ভোটার লিস্টের নাম্বার দেন কিন্তু কেউ কারও মোবাইল নাম্বার দিবেন না।
পরে সফিউদ্দিনের লোকজন এসে সেই ঘুড়ি মার্কার মনিরের কর্মী বাদল (৫৩) কে লাঞ্ছিত করে প্রান নাশের হুমকি দেন। পরবর্তীতে কথা কাটাকাটি হলে তাকে মারধর করে তারা। এবং ঘন্টা খানেক পরে তারা আরোও দলবল জোড়ো হয়ে এ খানে পুনরায় আসে আবারও সে জগরায় লিপ্ত হয়।
এবিষয়ে তারা আরোও জানান, তাদের ভরাডুবি আচ করতে পেরে এখন উঠে পরে লেগেছে পূর্বের সেই চেনা রুপে। তারা মাদকের সাথে জরিত! তাদের দ্বারায় আমরা অনেকেই লাঞ্ছিত হয়েছি। এসম্ত দুষ্টু লোকের বিরুদ্ধে এখন সুযোগ এসেছে প্রতিবাদ করার।
এ ব্যাপারে কাউন্সিলর প্রার্থী মনির জানান, তারা আচরণবিধি লংঘন করছেন। তাই আমরা এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করবো।
এবং নির্বাচনে আমরা শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষে নির্বাচন কমিশনকে অবগত করা।