নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৪ নং ওয়ার্ডে ঘুড়ি প্রতীকে সর্বস্তরের জনগণের সমর্থন পেয়ে এগিয়ে রয়েছেন কাউন্সিলর প্রার্থী মনিরুজ্জামান মনির।
বুধবার (১০ জানুয়ারি) বিকালে সন্ধায় নতুন পালপাড়া ও ভূইয়ার বাগে এ গণসংযোগ করা হয়েছে।
এসময় মনির বলেন, এবারর নির্বাচনে সর্বস্তরের জনগণের সমর্থনে সাড়া পেয়েছি। প্রতিটা এলাকার ভোটাররা ঐক্য হয়েছে ঘুড়ি প্রতীকের প্রতি। আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকব যরা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন নির্বাচিত হয়ে আপনাদের সেবা করতে পারি।
এসময় নৌকার পক্ষে ভোট চেয়ে মনির বলেন,বিগত দিনে আমি কাউন্সিলর থাকা কালে মেয়র মহোদয় আমাকে কাজ করতে সহযোগীতা করেছেন। মেয়র ছাড়া একটা কাউন্সিলরের পক্ষে কাজ করা সম্ভব নয়। আপনারা সকলে নৌকা মার্কায় ভোট দেবেন।
এসময় উপস্থিত ছিলেন, সেলিম সরোয়ার, কাইউম পাপ্পু, কাজি সাইদুল ইসলাম এডেন, সালাউদ্দিন, সহিদ আহমেদ স্বপন, আবুল কাশেম, স্বপন দত্ত, হরিপদ বিশ্বজিদ, লালা, শামীম, সজিত সাহা, অপু, রাকিবুল ইসলাম রাকিব, সোহেল, সোলেমান প্রমুখ।