নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সফীউদ্দিন প্রধানের ভাতিজার বিরুদ্ধে প্রতিদ্বন্দি প্রার্থী মনিরুজ্জামান মনিরের কর্মীর ওপর হামলায় মারধরের আবারও অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত সাব্বির আহমেদ সাকিব বাদী হয়ে সফীউদ্দিন প্রধানের ভাতিজা দর্পন, মামুনসহ অজ্ঞাত আরও পাঁচ দশজনের নামে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
বুধবার ( ১২ জানুয়ারি ) দুপুরে শ্রী শ্রী গৌরনিতাই মন্দির সংলগ্ন দীঘিরপাড়স্থ এ মারধরের ঘটনা ঘটে।
মামলার সূত্রে জানা যায়, ১৪ নল ওয়ার্ডের দেওভোগ আখড়া দিঘীর পার এলাকায় মনিরুজ্জামান মনিরের ঘুড়ি প্রতীকে রিক্সা যোগে প্রচারনা চালানোর সময় সাব্বিরের ওপর হামলা করে সফিউদ্দিন প্রধানের ভাতিজা সিরাজউদ্দিন প্রধান দর্পন, মামুনসহ আরও কয়েকজন হামলা করে। এসময় নির্বাচনের পরে এলাকায় পেলে মেরে ফেলার হুমকি দেয় তারা।
সাব্বির জানায়, দুপুরে মাইকিং করতে করতে যাওয়ার সময় ঘুড়ি মার্কার ক্যাম্পের সামনেই আমার ওপর অতর্কিত হামলা করা হয়। পরে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়।
এ বিষয়ে কাউন্সিলর প্রার্থী মনির জানান, প্রশাসনের নীরব ভূমিকার কারনে একের পর এক আমার লোকেদের ওপর হামলা হচ্ছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।
এলাকাবাসী জানান, আমরা পাঁচটি বছরে তাদের অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছি। তাদের ছোবল হতে আমাদের রক্ষার্থে প্রশাসনের প্রতি অবগত করেও পরিত্রান পাইনি।