নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মাকসুদ হোসেন রকির ও ইয়ার্ন মার্চেন্টস সভাপতি লিটন সাহার বিরুদ্ধে হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মগ্রন্থ গীতা ও হনুমানের মুর্তি নিয়ে শপথে নির্বাচনী প্রচার প্রচারনা চালানোর অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১১ জানুয়ারি) রাতে সোজাসাপটার কাছে এ সংক্রান্ত একটি ভিডিও আসে।
ভিডিওটিতে দেখা যায় রকি স্থানীয় ভোটারদের ধর্মগ্রন্থে হাত রেখে ও মুর্তি নিয়ে তাদের কাছ থেকে ওয়াদা নিচ্ছেন এবং ভোট চাইছেন যা নির্বাচনী আচরনবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
স্থানীয়রা জানায়, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য একটি মহল ধর্মকে ব্যাবহার করছে। তারা ধর্মগ্রন্থ ও মুর্তি নিয়ে প্রচারনা চালাচ্ছে। এটা নিন্দনীয় ব্যাপার।
এছাড়াও ১৫ নং ওয়ার্ডের অন্যান্য কাউন্সিলর প্রার্থীরা এ ঘটনায় বিরুপ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, আমরা এ ব্যাপারে নির্বাচন কমিশনের নিকট লিখিত অভিযোগ দিবো।
এবিষয়ে প্রেস ক্লাবের সাবেক সভাপতি এড.মাসুম বলেন, যেকোনো নির্বাচনে কোন ধর্ম গ্রন্থ নিয়ে কেহ শপথ করাতে পারেনা। সেটা আচরনবিধির সুস্পষ্ট লঙ্ঘন। আমি নির্বাচন কমিশনকে আহবান করবো কতৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিবে।