নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিল প্রার্থী তাসনুভা নওরীন ইসলামের স্বামী ও ত্বকী হত্যার আসামীর ভাই ডলারের বিরুদ্ধে প্রতিদ্বন্দি প্রার্থীর সমর্থকদের পোস্টার লাগাতে বাধা ও হুমকি ধমকি দেয়ার অভিযোগ উঠেছে । এঘটনায় পুরো সংরক্ষিত নারী আসনটি জুড়ে ভীতিকর পরিবেশ বিরাজ করছে। প্রশ্নবিদ্ধের কারনে সাধারণ ভোটাররা নওরীনের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।
মঙ্গলবার (১১ জানুয়ারি) রাতে নির্বাচনের জন্য পোস্টার লাগাতে গেলে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নওরীন বিগত বেশ কয়েকবছর যাবৎ এখানে ছিল না। সে তার শহরের শ্বশুর বাড়ীতে থাকত। নির্বাচনকে সামনে রেখে তিনি এখানে এসেছেন। করোনার সময় তাকে কাছে পায়নি কেউ।
নাম প্রকাশ না করার শর্তে ভোটাররা বলেন, এ কুখ্যাত খুনী পরিবারের সদস্যকে নির্বাচিত না করার জন্য এলাকাবাসী ঐক্যবদ্ধ। তবে তাদের প্রভাব প্রতিপত্তির কারনে সম্মুখে কিছু বলতে পারেননা সাধারণ জনগন। তবে তাদের এইসব কর্মকান্ডের জবাব জনগণ ব্যালটের মাধ্যমে দিবে বলে জানান স্থানীয়রা।
তারা আশংকা প্রকাশ করে জানান, যে নওরীন আগে প্যান্ট শার্ট পড়ে ঘুরে বেড়াত সে এখন হিজাপ পরে চলাফেরা করছে। আমরা আশংকা করছি নির্বাচনের পর সে আবারও এই এলাকা ফেলে চলে যাবে। এ পরিস্থিতিতে তিনি নির্বাচিত হলে পুরো এলাকার উন্নয়ন বিঘ্নিত হওয়ার শংকা রয়েছে বলে জানান তারা।
নারায়ণগঞ্জবাসী সবাই জানে ত্বকী হত্যাকারী আসামী ভ্রমর। ইতি মধ্যে তার ভাই ডলার প্রকাশ্যে কল্লা ফেলে দেয়ার হুমকি দিয়েছে ভোটার দের।