নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৪ নং ওয়ার্ডে র কাউন্সিলর প্রার্থী মনিরুজ্জামান মনিরের পক্ষে বিশাল গনমিছিল অনুষ্ঠিত হয়েছে। সাবেক এই কাউন্সিলর এবারও ঘুড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন।
শুক্রবার (১৪ জানুয়ারি) বিকেলে এই নির্বাচনী গনমিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে স্থানীয় ভোটার ও আওয়ামী লীগ নেতাকর্মীরা অংশ নেন। মিছিলে মহিলাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মত। এসময় আওয়ামী লীগের প্রার্থী ডাঃ সেলিনা হায়াৎ আইভীর পক্ষে নৌকা মার্কায়ও ভোট চান তিনি।
এসময় মনির বলেন, আমি আমার মা বোনের ব্যাপক সাড়া পাচ্ছি। বিগত সময়ে এসকল ওয়ার্ডে তেমন কোন উন্নয়ন হয়নি। আমি এখানে রাস্তা করেছি ড্রেন করেছি। আমার ওয়ার্ডবাসী আবারও আমার ওপর আস্থা রাখবেন। আমার বিশ্বাস তারা আমাকে বিপুল ভোটে বিজয়ী করবেন।
তিনি আরোও বলেন, আমার প্রতিদ্বন্দি টাকা দিয়ে ভোট কিনছে। কিন্তু যারা টাকায় ভোট কিনে তারা সমাজ বা ওয়ার্ডে কোন কাজে আসেনা। আমাকে আপনারা জয়যুক্ত করলে ওয়ার্ডের উন্নয়নসহ মাদক মুক্ত এলাকা উপহার দিব।