নারায়ণগঞ্জ সদর থানার আলীরটেক এলাকার শেখবাড়ী জামে মসজিদের নির্মাণ সামগ্রী চুরির প্রতিবাদ করায় মসজিদ কমিটির সদস্যের বাড়িতে হামলা চালানো হয়েছে।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাতে চুরির ঘটনায় অভিযুক্তরা এই হামলা চালায়। এ ঘটনায় মোঃ আশিক বাদী হয়ে সদর থানায় একটি অভিযোগ করা হয়েছে।
অভিযুক্তরা হলেন, জাকির মিয়ার ছেলে মোঃ হৃদয়, শহিদ উল্লাহর ছেলে ইসলাম, সামেদের ছেলে মিরাজ, মালেকের ছেলে শফিকুল, মালেকের ছেলে পারভেজ, বাবুলের ছেলে ইয়ার হোসেন, বাবুলের ছেলে মনির , আব্দুল খালেকের ছেলে জাকির, মৃত আফছার উদ্দিনের শাহাবুদ্দিন, গাজী মিয়ার ছেলে সোবহান, তার ভাই শাহাবুদ্দিন, মৃত খালেকের ছেলে সেরাজল , আব্দুল মন্নাফের ছেলে মেহেদী।
অভিযোগে আশিক জানান, মসজিদের নির্মাণকাজ চলাকালীন রাতের অন্ধকারে আনুমানিক ৫/৬ টন রড রড চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় বিচার ডাকলে বিচারের মধ্যেই তারা আমাকে মারধর করে আহত করে। এরপর তারা বাড়িতে হামলা ভাঙচুর চালিয়ে ঘড়ি, স্বর্নের চেইন ও নগদ টাকা লুটপাট করে নিয়ে যায়।
এহামলার ঘটনায় বাদী পক্ষের ৪ / ৫ জন গুরুত্ব আহত অবস্থায় সদর ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি হন। চিকিৎসা শেষে ডাক্তারের পরামর্শে তারা বাড়িতে চলে আসেন।
এ ঘটনায় এলাকাবাসী জানান, বিচার সালিশের অবহেলার কারনে এই চোর চক্রের সবাই জড়িত হওয়ায় বৃহস্পতিবার সালিশ বিন্দুর সামনে অভিযোগ কারী আশিক ও তার ভাই সাদেককে মারধর করেন। পরে তাদের বাড়িতে হামলা ভাংচুর চালায়। এধরনের দুষ্কৃতি কারীদের যথাযথ আইনের ব্যবস্থায় কঠোর শাস্তি দেওয়া হোক।
এ ঘটনায় সদর থানার এস আই আনেয়ার জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিক ভাবে আমরা এঘটনার সত্যতা পেয়েছি। তদন্ত করে আমরা পরবর্তী ব্যাবস্থা নেব।