গোগনগর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ৩য়বার জনপ্রিয় শেখ মো. রফিক মেম্বর এর নিজস্ব অর্থয়ানে আবারও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার ( ৪ ফেব্রুয়ারি ) বিকাল বেলায় ৫নং ওয়ার্ড সৈয়দপুর পশ্চিম মধ্য এলাকায় রফিক মেম্বার এর কার্যালয়ে কম্বল বিতরণ করা হয়।
৫নং ওয়ার্ডে তিনবারের জনপ্রিয় রফিক মেম্বার বলেন, আমার ওয়ার্ডের জনসাধারণ কল্যানে আমার শান্তি। এ কনকনে শীতে জনগণের পাসে না দাড়িয়ে আমিতো ঘরে কম্বলের নিচে থাকতে পারি না। তাই প্রতি বছরের শীতকাল আসার আগ মুহুতে শীতবস্ত্র দেওয়া সুরু করি। এ শীতকালিন সময় আমার নিজস্ব অর্থয়ানে শীতার্তদের মাঝে তিনবার ও তার অধিক কম্বলসহ বিভিন্ন সহযোগীতা করে থাকি এবং এতে আমি তিপ্ত পাই।
তিনি আরোও বলেন, এমপি সেলিম ওসমান ও চেয়ারম্যান মহদয়ের সহযোগীতায় উন্নত ইউনিয়ন হিসেবে গড়েতোলব। এবং তাদের সহযোগীতায় আমার ওয়ার্ডের জনগণকে সাথে নিয়ে একটি উন্নত ওয়ার্ড গড়ে তোলবো। জনগণের সুখেদুঃখে সবসময় তাদের পাশে ছিলা ভবিষ্যতেও থাকব। এখনও ভাইরাসের সংক্রাম আছে আপনারা মাস্ক পরিধান করে দূরত্ব বজায় রাখুন নিজে সুস্থাস্থ্য থাকুন অন্য কে উৎসাহিত করুন। গতবছর ১১ নভেম্বরে গোগনগর ইউনিয়ন পরিষদের নির্বাচনে শেখ মো.রফিক ৩২৫ ভোট বেশি পেয়ে বিজয়ই হন।
এসময় উপস্থিত ছিলেন, সৈয়দপুর পশ্চিম মধ্য এলাকায় সালিশ নূরুল আমিন খাঁন, সৈয়দপুর সপ্রাবি শিক্ষক ও ক্রিয়া এস এম অলিউল্লাহ, মো.জব্বার শেখ, বিল্লাল শেখ, নাজির মাদবর, শহিদুল্লাহ মাদবর, আ:কুদ্দুস, আহসান উল্লাহ সিকদার, হোসেন কবির সহ স্থানিয় মুরুব্বিগণ ও যুবকদের অংশগ্রহণে এ কর্মসূচী পালন করা হয়।