নারায়নগঞ্জ শাখা ক্রায়োলেন বাংলাদেশ টিউলিপ মেকওভার এন্ড ট্রেনিং সেন্টার বিউটি পার্লার এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ ফেব্রুয়ারি ) দুপুরে বিবি রোডের ঢাকা ব্যাংকের গলিতে ও নিউ সিটি লাইফ সংলগ্নে আধুনিকতার ছোঁয়া বিদেশি অত্যাধুনিক প্রসাধনী নিয়ে টিউলিপ বিউটি পার্লারের ওনার ইসরাত জাহান ইশা এই প্রথম নারায়ণগঞ্জে ডিলারশিপ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে যাত্রা সুরু করলেন।
আগত ক্রায়োলেন বাংলাদেশ কর্মকর্তাদের নিয়ে নারায়ণগঞ্জ টিউলিপ প্রতিষ্ঠানের ফিতা কেটে শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রায়োলেন ম্যানেজার মোঃ তারিক হোসেন ভূইয়া, সহকারী ম্যানেজার সোহেল রানা, সিনিয়র এক্সিকিউটিভ সেলস এন্ড মিডিয়া বকুল রানী সাহা, টিউলিপের পার্লারে ওনার ইসরাত জাহান ইশা প্রমুখ।
এসময় ক্রায়োলেন বাংলাদেশ টিউলিপ কর্মকর্তাবৃন্দগণ তাদের বক্তব্যে বলেন, আমাদের প্রতিষ্ঠান বাংলাদেশের বিভিন্ন স্থানে রয়েছে। এই প্রতিষ্ঠানের স্বচ্ছলতা রয়েছে। গ্রাহকদের উন্নত মানের প্রসাধনী দিয়ে যত্নসহকারে আমাদের প্রতিষ্ঠান কাজ করে থাকে। তাছাড়া গ্রাহক যদি মনে করেন ঢাকা গিয়ে সময় নষ্টো না করে এই উন্নত মানের প্রোডাক্টে এখান থেকে সংগ্রহ করতে পারবেন। এবং আমরা গ্যারান্টি সহকারে যে কোন অনুষ্ঠানে সাজসজ্জার মাধ্যমে নারীদের অপূর্ব সৌন্দর্য তুলে ধরি। তাই আর নয় ঢাকা মুখি নারায়নগঞ্জ শাখা ক্রায়োলেন বাংলাদেশ ( টিউলিপ ) মেকওভার এন্ড ট্রেনিং সেন্টার বিউটি পার্লার হবে নারীদের সৌন্দর্য।