নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, মানুষের ওপর অত্যাচার হলে সেই উন্নয়নের লাভ নেই। মাদক, সন্ত্রাস, ইভটিজিং থেকে আমাদের রুখতে হবে। ওসিকে এমন ভাবে কাজ করতে হবে যেন তার বিদায়ের সময় সকলের চোখ দিয়ে পানি পড়ে। এখন সকলে স্লোগান দিবে ফুল দিবে সেটা আসল নয়। আপনার মৃত্যুর পরে যদি মানুষ একটু কাদে দোয়া করে সেটাই আসল পাওয়া। এটা একক ভাবে হবে না, এটা টিম ওয়ার্ক।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান। এসময় সাংবাদিকদের উদ্দেশ্যে একথা বলেন তিনি।
শামীম ওসমান বলেন, আগামী নির্বাচন ২০২৩ সালে হলে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আল্লাহ হায়াৎ দিলে তিনি প্রধানমন্ত্রী হবেন। ষঢ়যন্ত্র হচ্ছে, তবে এটা সরকার পরিবর্তনের জন্য নয়। বড় বড় পরাশক্তির খেলার মাঝে আমরা পড়েছি। ভৌগোলিক অবস্থানের কারনে আমরা গুরুত্বপূর্ণ জায়গায় আছি। এই জায়গাকে অনেকে নানা ভাবে ব্যাবহার করতে চায়। এদেশে অস্ত্র এসেছিল জাহাজ বোঝাই এটা সত্য। করোনা না আসলে আমাদের জিডিপি দশের ওপর চলে যেত।
তিনি বলেন, আমি কাজ এনে দিব, কাজের চিন্তা করবেন না। সেন্টু আগে অন্যদল করত আরও আগেই সেখান আওয়ামী লীগে আসতে চেয়েছিল আমি বলেছি আগে কাজ করতে থাকো। কেউ মুখে দলে যোগ দিবে মন থেকে নয় তা দরকার নেই। তারা কাজ করতে করতে এসেছে। এখন আমি চাচ্ছি মেম্বাররা প্রায়োরিটি অনুযায়ী লিস্ট করেন। আপনার এলাকার কাজগুলো চিহ্নিত করেন। সেভাবে আগে সাজিয়ে নিন এবং ফাইলটা আমাকে জমা দিন। সেই ফাইলের কপি সবার কাছে থাকবে। এতে করে আমার মাতায় থাকবে কাজগুলো কী। হাতে সময় নেই, আপনাদের দ্রুত কাজ করতে হবে। সময় খুব কম, তারাতারি করতে হবে। যেহেতু নির্বাচন সামনে সকল এমপিরা এখন কাজের জন্য ঝাঁপিয়ে পড়বে। পার্লামেন্টে সবচেয়ে লম্বা আমি। আমার কাজ না দিয়ে কেউ কাজ নিতে পারবে না।