নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী তৃতীয় মেয়াদে জয়ের পর নগর ভবনে গিয়ে দায়িত্ব বুঝে নিয়েছেন।
প্রতি বছর এদিন সকল কাউন্সিলরকে একসাথে নগর ভবনে প্রবেশের জন্য জানানো হলেও এবার বাদ পড়েছেন অনেকেই। আইভীর সাথে ঘনিষ্ঠতা না থাকায় তাদের জানানো হয়নি কিছু। তবে মেয়র অনুগত কাউন্সিলররা ডাক পেয়েছেন এদিন।
বিষয়টিকে ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন নাসিকের প্রধান নির্বাহী আবুল আমিন। তিনি জানান, করোনার কারণে এবার আয়োজন সীমিত করা হয়েছে। মেয়রের কক্ষটিও অস্থায়ী কক্ষ। এবার ভিড় কমাতে নগরবাসীকে সাথে নিয়ে পদযাত্রা করে নগর ভবনে আসা কর্মসূচি বাতিল করা হয়েছে।
রোববার (১৩ ফেব্রুয়ারি) সকালে নগর ভবনে গিয়ে দায়িত্ব বুঝে নিয়েছেন আইভী। এসময় অনেক কাউন্সিলরকেই অনুপস্থিত দেখা যায়।
অনুপস্থিত থাকা একাধিক কাউন্সিলর জানান, এবার তাদের জানানো হয়নি। প্রতি বছর একসাথে সবাই নগর ভবনে প্রবেশ করেন এবার ব্যতিক্রম হয়েছে।
করোনায় অনুষ্ঠান সীমিত করার বিষয়টি জানতে চাইলে তারা জানান, কত মানুষইতো গেল, ৩৬ জন কাউন্সিলর নিশ্চয়ই বেশী হয়ে যেতোনা।