জনতার ম্যান্ডেট নিয়ে ফের নগরভবনের আসনে বসেছেন ডাঃ সেলিনা হায়াৎ আইভী। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে টানা তৃতীয় বারের মত মেয়র নির্বাচিত হয়েছেন তিনি।
রোববার (১৩ জানুয়ারি) সকালে নগরভবনে যান আইভী।
দলীয় সূত্রে জানা গেছে করোনা সংক্রমনের কথা বিবেচনায় রেখে এবার আর পূর্বের মত নগরবাসীদের নিয়ে পদযাত্রা কিংবা সমাবেশ হয় নি। গাড়িতে করেই নগরভবনে আসেন তিনি। সেখানে সিটি করপোরেশনের কর্মকর্তারা তাকে সংবর্ধনা জানায়।
এদিকে নতুন নগরভবন এখনও নির্মানাধীন হওয়ায় এখনই নতুন ভবনের মেয়রের কার্যালয়ে উঠছেন না আইভী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবনটি উদ্বোধনের পরেই সেখানে উঠবেন তিনি। এদিকে বর্তমানে পুরাতন ভবনটি অপসারণের কাজ চলমান থাকায় নতুন ভবনের ৮ম তলায় ইঞ্জিনিয়ার রুমের পাশের রুমে বসেই আইভী নগর পরিচালনা করবেন।