সরকারের ঘোষনা অনুযায়ী অবৈধ গ্যাস সংযোগ নিষিদ্ধ করনের মাধ্যমে কঠোর অবস্থানে পদক্ষেপ নেওয়ার কথা থাকলেও নারায়ণগঞ্জ তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তাদের উদাসীনতায় থাকার ফলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর সিদ্ধিরগঞ্জ ৭নং ওয়ার্ড গোদনাইল নয়াপাড়া বাসীন্দা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লোক না হয়ে অবৈধ গ্যাস সংযোগে মহাউৎসবে মেতেছে গোদনাইল নয়াপাড়ার মৃত মজিদ সারেং এর ছেলে বার্মা শীল ট্যাংক লরি ড্রাইভার বাবুল।
এ অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা ও ঘরে তুলেছেন অট্টালিকা প্রাসাদ বাড়ি।
এলাকাবাসী জানান, এ নয়াপাড়ায় তিতাসের বিকল্প কর্মকর্তা হলেন বাবুল। তিনি বার্মা শীল ট্যাংক লরি ড্রাইভার। একজন ড্রারাইভার হয়ে তিতাস গ্যাস সংযোগ দেয় কি করে। এছাড়াও অবৈধ ভাবে গ্যাস সংযোগ দিয়ে আলিশান তিনতলা বাড়ির মালিকও বনেগিয়েছেন।
তারা আরোও বলেন,তাই সরকারী সম্পদ চুরিকরার অপরাদে তাকে আইনের আওতায় এনে যথাযথ শাস্তির ব্যবস্থা নিবে তিতাস গ্যাস কতৃপক্ষ।
তিতাসের অবৈধ কর্মকর্তা বার্মা শীল ট্যাংক লরি ড্রাইভার বাবুল বলেন,আমরা ৪জন পাটনার মিলে ২০১১ সালে গ্যাসের সংযোগটি আনা হয়।
সে সুবাদে আমরা বিভিন্ন বাড়িতে বাড়িতে এ সংযোগটি দিয়ে থাকি। কিন্ত বাবুল সংবাদমাধ্যমের এই প্রতিবেদকে তেমন কোন উক্তর দিতে নারাজ।
এবিষয়ে নারায়ণগঞ্জ তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ডিজিএম প্রকৌশলী গোলাম ফারুক বলেন, আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তাই এ ধরনের কোন তথ্য পেলে আমরা সাথে সাথে ব্যবস্থা নেই।