1. [email protected] : admin :
  2. [email protected] : Narayanaganj Press : Narayanaganj Press
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৩৫ অপরাহ্ন

গোগনগর সৈয়দপুরে ‘মা’ লাইলীর মাজার রক্ষার দাবিতে ভক্তদের মানববন্ধন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৭০ Time View

নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়কর পাশ গোগনগর চর সৈয়দপুর এলাকায় অবস্থিত মা লাইলীর মাজার রক্ষার দাবিতে ভক্ত ও আশকানদর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি ) সকাল গাগনগর চর সৈয়দপুর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ভক্ত ও আশেকান ফেরদৌস হােসেন বলন, নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়ক প্রশস্ত করনের যে উদ্যােগ গ্রহণ করা হয়েছে তা আমরা সমর্থন করি। কি মা লাইলী পাগলনী খুবই কামেলদার ছিলেন। বিভিন্ন ধর্ম তার হাজার হাজার ভক্ত ও আশকান রয়েছে। তাদের কথা চিন্তাকরে এবং মা লাইলীর মাজার রক্ষার্থে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সড়ক ও জনপথ বিভাগের মন্ত্রণালয় কর্মকর্তাদের প্রতি আমাদর অনুরোধ এ মাজার রক্ষা করে সড়ক প্রশস্ত করবেন। এছাড়াও রওজার বিপরিত পাশ জায়গার মালিক বলেছেন প্রয়োজনে সরকার কে আমাদের এপাশ থেকে আরাও জায়গা দেওয়া হবে তারপরও মাজার ভাঙতে দেবো না।

ভক্ত মালকা বেগম বলেন, আমার বাবা এ মাজারর জন্য জমি ওয়াকফ করেছেন। সারা বাংলাদেশের সকল শ্রেণির ও ধর্মীয় ভক্তরা তার মাজারে আসেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি অনক দয়ালু তাই মাজার রেখে সড়কটি একটু ঘুরিয় নিলে আমরা সরকারের প্রতি চিরকৃতজ্ঞ থাকব।

মানববন্ধন আয়ােজক হিসব উপস্থিত ছিলন, ফেরদৌস, মনর আলী খাদম, সহকারী খাদেম বাতেন, মোজাম্মেল, আলমগীর, জাহাঙ্গীর, মালকা বেগম, জেলা মহিলা লীগর যুগ্ম সাধারণ সম্পাদিকা আলেয়া বেগম, ইলিয়াস সরদার, শরিফ, আরিফ ফকির, আমির ফকির, গিয়াসউদ্দিন, নাসির, সুমন, শাহাদাত, রাসেল সরকার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© ২০২৩ | সকল স্বত্ব  নারায়ণগঞ্জ প্রেস কর্তৃক সংরক্ষিত
Designed by RIAZUL