নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় ছাত্র সমাজ পক্ষথেকে আন্তর্জাতিক মাতৃভাষা ও ভাষা শহীদ দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
রবিবার একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে নারায়ণগঞ্জ চাষাড়ায় চত্বরস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা ও মহানগর জাতীয় ছাত্র সমাজের নেতৃবৃন্দরা শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পন করেন।
নারায়ণগঞ্জ জেলা জাতীয় ছাত্র সমাজ এর সংগ্রামী সভাপতি মোঃ শাহাদাত হোসেন রুপু ও মহানগর জাতীয় ছাত্র সমাজ সভাপতি মোঃ শাহ্ আলম সবুজ, এর নেতৃত্বে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় ছাত্র সমাজ, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর নেতৃবৃন্দ।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা জাতীয় ছাত্র সমাজ যুগ্ম সাধারন সম্পাদক সাগর হোসেন রাহাত, মহানগর এর যুগ্ম সাধারন সম্পাদক মেহেদী হাসান তুহিন, সদর উপজেলা এর আহবায়ক ওসমান গনি জুয়েল, যুগ্ম আহবায়ক রুবেল হাসান শুভ, আবু সায়েম অনিক, রাফা আহমেদ শিহাব, সদস্য সচিব নাফিস রহমান, বন্দর উপজেলা এর আহবায়ক নয়ন সরদার, সদস্য সচিব পারভেজ আহম্মেদ রাজু, ১৩ নং ওয়ার্ড এর আহবায়ক আফিফ পাঠান রকি ও সদস্য সচিব- জুয়েল হোসেন সহ জেলা ও মহানগর এর বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ।