নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৪ নং ওয়ার্ডের নন্দীপাড়া বাজার দোকান মালিক পরিচালক কমিটির পক্ষথেকে আন্তর্জাতিক মাতৃভাষা ও ভাষা শহীদ দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
রবিবার একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে নারায়ণগঞ্জ চাষাড়ায় চত্বরস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে নন্দীপাড়া বাজার দোকান মালিক পরিচালক কমিটির নেতৃবৃন্দরা শহীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।
এসময় উপস্থিত ছিলেন, নন্দীপাড়া বাজার দোকান মালিক পরিচালক কমিটির সাধারণ সম্পাদক মোরাদ বেপারী, সাংগঠনিক সম্পাদক উজ্জল ঘোষ, রাজিব দত্ত, সমিত্র কর, কৃষ্ণ, স্বপন দত্ত, ইয়াসিন আহমেদ, দয়াল সরকার প্রমুখ।