বাংলাদেশ ঔষধ ব্যবসায়ী সম্মিলিত পরিষদ নারায়ণগঞ্জ জেলা কমিটির পক্ষথেকে আন্তর্জাতিক মাতৃভাষা ও ভাষা শহীদ দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
রবিবার একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে নারায়ণগঞ্জ চাষাড়ায় চত্বরস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ জেলা ঔষধ ব্যবসায়ী সন্মলিত সম্মিলিত পরিষদের নেতৃবৃন্দরা শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।
এস এম এইচ টিটু বলেন, মূলত এই দিনে আমাদের মায়ের ভাষার জন্য যারা আন্দোলন সংগ্রাম করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে একুশে ফেব্রুয়ারি আমরা পালন করি। এছাড়া এদিবসটি আন্তর্জাতিক ভাবে স্কীকৃতি পাওয়ায় আমরা গর্ববোধ করি সেই সন্তানদের নিয়ে। তাই এই দিনে সকল ধর্মাবলীদের বিভেদ ভুলে গিয়ে আমরা সম্মিলিত ভাবে এই দিবসে
তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে থাকি।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ঔষধ ব্যবসায়ী সন্মলিত সম্মিলিত পরিষদের আহবায়ক এস এম এইচ টিটু, যুগ্ম আহবায়ক এস আলস, সজিৎ কুমার নাথ,বিল্লাল সরকার, সদস্য সচিব বাদশা, জুয়েল আহম্মেদ,সদস্য কাজী সোহাগ প্রমুখ।