নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক পদপ্রার্থী এবং যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক কার্যকরী সদস্য ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সাদেকের নিঃশর্ত মুক্তির দাবি বিক্ষোভ মিছিল করেছে ফতুল্লা থানা যুবদলের নেতাকর্মীরা।
শুক্রবার ( ২৫ ফেব্রুয়ারি ) বিকেল সাড়ে তিনটায় কাশিপুরে ঢাকা – মুন্সীগঞ্জ মহাসড়কে এ বিক্ষোভ মিছিল করেন যুবদলের নেতাকর্মীরা। এসময়ে যুবদলের নেতাকর্মীদের যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক পদপ্রার্থী সাদেকুর রহমান সাদেকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে শ্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেছেন।
উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সৈকত হাসান ইকবাল, শফিকুল রহমান রাজন, ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বিপ্লব, আড়াইহাজার উপজেলা যুবদলের সদস্য জিসান আহমেদ রুবেল,কাশিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান শামীম, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল নেতা শোয়েব আখতার সোহাগ, যুবদল নেতা বরকত উল্লাহ, মো. বাবু, আলমগীর, প্রান্ত, মামুন, দিদার, হাবিব, সোহাগ, সালাম, জেকি, দিদার, আইয়ুব, ছাত্রদল নেতা সাইদুর রহমান, সাদ্দাম, সবুজ, ইমন ইয়াসিন, মাহবুবসহ এসময়ে বিক্ষোভ মিছিলে ফতুল্লা থানা এবং ইউনিয়ন পর্যায়ের যুবদলের নেতৃবৃন্দ।