1. [email protected] : admin :
  2. [email protected] : Narayanaganj Press : Narayanaganj Press
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:১৩ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জে অবৈধ গ্যাস সংযোগে মহাউৎসবে বাবুল বাহিনী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৫৭৭ Time View

থামছেনা নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ গোদনাইল নয়াপাড়ায় ও কাশেম পাড়ায় অবৈধ গ্যাস সংযোগে দেওয়ার মহাউৎসবে মেতেছে বাবুল গংরা।

গত সোমবার ২৮ ফেব্রুয়ারি রাতে ৭ নং ওয়ার্ডে  দক্ষিণ নাবানা কাশেম পাড়ায় আবারো অবৈধ গ্যাস সংযোগ দেওয়া কালীন এলাকাবাসীর তৎপরতা থাকায় তারা চলে যান।

আপনি যেহেতুক চার পাটনার মিলে এ গ্যাস লাইন টেনেছেন  অবৈধ ভাবে সংযোগ কতটা দিয়েছেন এবং বৈধ হয়েছে কতটা সংবাদমাধ্যম জানতে চাওয়াতে  নয়াপাড়ার মৃত মজিদ সারেং এর ছেলে বার্মা শীল ট্যাংক লরি ড্রাইভার বাবুল ক্ষিপ্ত হয়ে হুমকী দিয়ে বলেন আপনি এখানে আইসেন মজা বুঝাবো তখন।

বাবুল মোবাইলের লাইন কেটে দাওয়ার পর আরেক নাম্বার থেকে নুরুজ্জামান সাউদ নামে ব্যক্তি ফোন করে অশালীন কথাবার্তা বলেন।
এলাকা বাসী জানান,এর আগেও সংবাদ মাধ্যমে তাদের অপকর্ম প্রকাশ হলেও নারায়ণগঞ্জ তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তাদের অবহেলারর কারনে বাবুল গং এর মত লোকেরা সরকারী সম্পদ লুটেপুটে খাচ্ছে। তারা অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা।

এ ঘটনায় জড়িতরা হলেন নয়াপাড়ার মৃত মজিদ সারেং এর ছেলে বাবুল,কাশেম পাড়া  মৃত রহিম মিয়ার ছেলে সোহেল, একই এলাকার গলাকাটা কাশেম এর ছেলে ও  সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাগর, সহ সহযোগী সোহাগ।
এলাকাবাসী জানান গত মাসে(বৃহস্পতিবার ৩ ফেব্রুয়ারি ) সন্ধ্যা কালিন সময় খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা সাব-ইন্সপেক্টর (নিঃ)মো.শওকত জামিল উপস্থিতির টেরপেয়ে অবৈধ গ্যাস লাইন সংযোগ কালিন সময় ব্যবহৃত ওয়াল্ডিং মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম রেখে শ্রমিক পালিয়ে যায়।

তারা আরোও বলেন,এছাড়া ৭নং ওয়ার্ডের কাউন্সিলর রিপন এধরনে কর্মকান্ডে কি করে হস্থক্ষেপ করে। তাই সরকারী সম্পদ চুরিকরার অপরাদে তাদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তির ব্যবস্থা নিবে তিতাস গ্যাস কতৃপক্ষ।

এবিষয়ে বাবুল জানিয়েছিলেন আমরা ৪জন পাটনার মিলে ২০১১ সালে গ্যাসের সংযোগটি আনা হয়।
নিরাপৎ সার্থে নাম প্রকাশের অনুচ্ছুক জানান আমি ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর রিপন আমাকে এভাবে নিতে বলেছে তাই এভাবে সংযোগ নিচ্ছি।
এর আগেও নয়াপাড়ায় অবৈধ গ্যাস সংযোগেরর  ঘটনায় তাদের ব্যবহৃত সরঞ্জাম পুলিশ আটক করে।
সিদ্ধিরগঞ্জ থানা সাব-ইন্সপেক্টর (নিঃ)মো.শওকত জামিল বলেন গ্যাস লাইন সংযোগের ব্যবহৃত ওয়াল্ডিং মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম রেখে শ্রমিক সহয় অনেকেই পালিয়ে যায়। সেই ব্যবহৃত মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করে থানায় নিয়ে আসি।
এবিষয়ে নারায়ণগঞ্জ তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ডিজিএম প্রকৌশলী গোলাম ফারুক বলেন, বলেছিলেন আমাদের ঠিকানাটা দেন আমরা ব্যবস্থা নিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© ২০২৩ | সকল স্বত্ব  নারায়ণগঞ্জ প্রেস কর্তৃক সংরক্ষিত
Designed by RIAZUL