নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির এর আস্থাভাজন দেওভোগ পানির ট্যাংকি এলাকার মরহুম শামসুল আলম মাস্টার এর পুত্র মো. জানে আলম ৫২ শেষ করে ৫৩ তে পদার্পণ করলেন এবং এ দুনিয়ার সৃষ্টিকর্তা মহান আল্লাহতালার কাছে তিনি শুকরিয়া জানিয়েছেন।
বুধবার ( ২ মার্চ ) রাতে দেওভোগ পানির ট্যাংকি এলাকায় তার নিজ বাসভবন এর কার্যালয়ে রাকিবের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে কেক কাটার মাধ্যমে জন্মদিন পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মেসবাহ উদ্দিন, মো.হাজী সোলেইমান, মো. আলইসলাম. মো.মহিউদ্দিন. মো.আক্তার, আ:আউয়াল মিয়া প্রমুখ।
জন্মদিনে রাকিবুল হাসান রাকিব ও রিয়াদের আয়োজনে উপস্থিত ছিলেন মো.জাহিদ, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর’র পিএস ইমরান হোসেন জিসান,সাংবাদিক জুম্মন সোহেল, সঞ্জয়, রুমি প্রমুখ।
এছাড়া উপস্থিতি সকলে সমাজ সেবক জানে আলম কে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তার শারীরিক সুস্বাস্থ্য, দীর্ঘ আয়ু ও ভবিষ্যৎ কামনা করি। জানে আলম এর মরহুম পিতা ও মাতা তাদের রুহের মাগফেরাত কামনা করছি।