জেলা বিএনপি আয়োজিত দূর্নীতি বন্ধের দাবী ও দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে জুতা পায়ে শহীদ মিনারের বেদীতে উঠে শপথ গ্রহণ করলেন বিএনপির নেতাকর্মীরা।
বুধবার (২ মার্চ) বিকালে চাষাড়া শহীদ মিনারের বেদীতে এ ঘটনা ঘটে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ডাকসুর সাবেক ভিপি ও বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা আমান উল্লাহ আমান তার বক্তব্য শেষে নেতাকর্মীদের শপথ বাক্য পাঠ করান।এ সময় নেতাকর্মীরা শহীদ মিনারের পবিত্রতা রক্ষা না করে শহীদ মিনারের বেদীতে জুতা পায়ে উঠে পড়েন।
এ সময় গনমাধ্যম কর্মীরা ছবি তুলতে থাকলে জেলা শ্রমিক লীগের সভাপতি মন্টু মেম্বারের নেতৃত্বে তার কর্মীরা বাঁধা দেন ও সাংবাদিকদের সাথে অশোভন আচরন করেন। এবং দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়।
পরে দলের অন্যান্য নেতারা এসে উতপ্ত পরিস্থিতি শান্ত করেন।
এ সময় শহীদ মিনারে আগত কয়েকজন দর্শনার্থী নাম গোপন রাখার শর্তে বলেন,একুশে ফেব্রুয়ারী এলে আমরা ভাষা আন্দোলনে শহীদদের জন্য শ্রদ্ধা আর ভক্তিতে জান কোরবানী করে দেই।চোখের পানি ফেলে সাগর বানিয়ে ফেলি।আয়োজকদের চরম ব্যর্থতার জন্য আজ শহীদ মিনারের বেদীতে জুতা পায়ে নেতাকর্মীরা গনহারে উঠেছে।মাইকে যদি বলে দিতো তাহলে নেতাকর্মীরা সর্তক থাকতো একবারের জন্য জুতা পায়ে শহীদ মিনারের বেদীতে উঠতে নিষেধ করা হয়নি।
সবচেয়ে বেশী লোক জুতা পায়ে বেদীতে উঠে প্রধান অতিথি আমান উল্লাহ আমান শপথ পাঠ যখন করাচ্ছিলেন।এ নিয়ে আগামীতে আরো সর্তক ভূমিকা রাখতে বিএনপির নেতাকর্মীদের প্রতি অনুরোধ করেন সাধারণ মানুষ।