নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার পিপিএম (বার) মোহাম্মদ জায়েদুল আলম পুলিশের গোয়েন্দা শাখা ( ডিবি ) শ্রেষ্ঠ উপ-পরিদর্শক হিসেবে প্রশংসাপত্র ও সম্মাননা স্মারক গ্রহণ করেন সাব-ইন্সপেক্টর শিবলি কায়েস মীর।
মঙ্গলবার (৮ মার্চ ) জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় এই সম্মাননা জানানো হয়।
ডিবির সাব-ইন্সপেক্টর শিবলি কায়েস মীর জানান, জেলা পুলিশ সুপার পিপিএম (বার) মোহাম্মদ জায়েদুল আলম মহোদয় প্রশাসনের সকল কর্মকর্তা বৃন্দদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
প্রশংসাপত্র ও সম্মাননা স্মারক প্রদানের সময় উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ( ডিবি ) মো.জাহেদ পারভেজ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ ) মো. আমির খসরুসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সকল থানার ওসি উপস্থিত ছিলেন।