নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যে উর্ধ্বগতির প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশে কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো.বাবুল মিয়া’র নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান করা হয়েছে।
বুধবার ( ৯ মার্চ ) বিকাল তিনটায় নারায়ণগঞ্জ চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশে রূপগঞ্জ কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক দলের অংশগ্রহণ করা হয়।
এসময় বাবুল মিয়া তার বক্তব্যে বলেন, বর্তমান অবৈধ সরকার, যার কারনে এ সরকারের কোনো দায়বদ্ধতা নেই। ভোট বিহীন এ সরকারের দ্বায়িত্বহীনতার কারনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম উর্ধ্বমুখি। যার ফলে সরকার সাধারণ জনগণকে ডাইর্ভাট করার জন্য নাটক শুরু করেছে। এ অবৈধ সরকার গনতান্ত্রিক সরকার নয়। অবৈধ সরকার ভোট ডাকাতির ও দূর্নীতির সরকার। এ সরকারের আমলে বিএনপির অনেকে নেতা গুম খুন হয়েছে।বর্তমান সরকার প্রশাসনের মাধ্যমে বেঁচে আছে।
তিনি আরোও বলেন, আওয়ামী লীগের এমপি, মন্ত্রী থেকে শুরু করে ওয়ার্ড মেম্বাররা পযর্ন্ত বিদেশ গিয়ে চিকিৎসা করায়। অথচ দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটক রেখে চিকিৎসা করানোর সুযোগ দিচ্ছে না । আমাদের স্বেচ্ছাসেবক দল, বিএপির সহযোগী অঙ্গসংগঠনের দলসহ ঐক্য হয়ে আন্দোলনের মাধ্যমে এ অবৈধ সরকারের পতন ঘটাব।
এসময় মিছিলে উপস্থিত ছিলেন, কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো.বাবুল মিয়া, সদস্য সচিব আমিনুল ইসলাম স্বপন, যুগ্ম আহবায়ক ওসমান গনী, মাসুম মিয়া, ইদ্রিস আলী, জাহাঙ্গীর, আবু কালাম, ওয়ার্ড সভাপতি সবুজ মিয়া, সিদ্দিক মিয়া, জাহাঙ্গীর আলম, সাইদুলসহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন।