কিশোর গ্যাং লিডার নাহিয়ার আজম ইভনের বিরুদ্ধে মানববন্ধন করেছে সদর উপজেলার ফতুল্লার পূর্ব ইসদাইর এলাকাবাসী ও ব্যবসায়ীরা।
রোববার (১৩ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা পুলিশের কাছে লিখিত অভিযোগ দিয়ে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন তারা।
এই সময় স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী বলেন, সন্ত্রাসী ইভনের নেতৃত্বে কিছু কিশোর পূর্ব ইসদাইর ও আশেপাশের এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, চুরি, খুন ও ইভটিজিং করে বেড়ায়। তাদের যন্ত্রনায় অতিষ্ঠ স্থানীয় এলাকাবাসী। ব্যবসায়ীদের বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে তারা। চাঁদা না দিলে প্রভাব শালী এমপি পুত্রের নাম ভাঙিয়ে ব্যবসায়ীদের তুলে নিয়ে গিয়ে নির্যাতনের হুমকি দেয়। ইভনসহ তার বাহিনীর লোকজন হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত। সম্প্রতি ইভন এক নিরাপত্তরক্ষীকে মারধর করেছে। পরে তাকে গ্রেফতারও করেছে পুলিশ। ইভনসহ তার বাহিনীর লোকজনের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা জাকির হোসেন, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ রিপন, শরীফ হোসেন, হাবীব, মো. আলম, পঞ্চায়তাত কমিটির সহ-সভাপতি খোরশেদ আলম, হুমায়ন কবির গনী মোল্লা, নান্টু প্রমুখ। তারা ইভন বাহিনীর অপরাধমূলক কর্মকান্ডের কথা উল্লেখ করে জেলা প্রশাসক ও জেলা পুলিশের কাছে লিখিত দিয়েছেন বলেও জানান।
উল্লেখ্য, গত ১১ মার্চ চাঁদার দাবিতে দুই নিরাপত্তরক্ষীকে মারধরের অভিযোগে করা মামলায় কিশোর গ্যাং লিডার ইভনসহ ৮ জনকে গ্রেফতার করে পুলিশ।