প্যারেন্টস এইজিং ফাউন্ডেশন সংগঠনের সংবাদ সম্মেলনে জনবহুল স্থানে নারী ও কন্যা শিশুর নিরাপত্তা নিশ্চিতে সরকার প্রণীত সংবিধান অনুযায়ী নীতিমালা গুলোই যথেষ্ঠ নয় বলে সংগঠনের সভাপতি আবদুল্লাহ আল জুবায়ের সংবাদমাধ্যম কে আরোও জানান
এজন্য প্রয়োজন সমাজের বিশেষ করে পুরুষের দৃষ্টি ভঙ্গির পরিবর্তন। বাংলাদেশের সংবিধানের ২৮ এর ২ অনুচ্ছেদ ও ৩৫ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রীয় ও জনজীবনের সবক্ষেত্রে নারীদের সমান অধিকার ও চলাফেরার স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে। ২০১১ সাল প্রণীত জাতীয় নারী উন্নয়ন নীতি অনুযায়ী শ্রমবাজার ও কর্মক্ষেত্রে নারীর সক্রিয় অংশগ্রহণের কথা বলা হলেও এসব নীতিমালা গুলো নারী ও কন্যা শিশুদের উপর হয়রানি বন্ধে যথেষ্ট নয়। তাই জনবহুল স্থান গুলো নারীদের জন্য আরও নিরাপদ করতে সম্মিলিত ও সমন্বিত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
রোববার (১৩ মার্চ ) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে ইউএনডিপি’র সহযোগিতায় প্যারেন্টস এইজিং ফাউন্ডেশন’ নামে একটি সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ বক্তব্য তুলে ধরা হয়। ‘ জনবহুল স্থানে নিরাপদ হোক নারীর পথচলা’-এ বিষয়ের উপর বক্তব্য রাখেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আল জুবায়ের। উপস্থিত ছিলেন সংগঠনের নারায়ণগঞ্জ জেলা টিমের সভাপতি আবরার শাকিল খান ও ঢাকা বিশ্ববিদ্যালয় টিমের সভাপতি আনিকা বুশরা মারিয়া।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আল জুবায়ের বলেন, সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন (সিআরআই) এর তরুণদের প্ল্যাটফর্ম ইয়াং বাংলা, ইউএনডিপি এর মানবাধিকার কর্মসূচি এবং জাতীয় মানবাধিকার কমিশন জনবহুল স্থানে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে একটি সমন্বিত সচেতনতা মূলক ক্যাম্পেইন পরিচালনা করছে। ক্যাম্পেইনের লক্ষ হলো নারীর নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে নীতিমালার সীমাবদ্ধতা চিহ্নিত করে তা নীতি নির্ধারকদের অবহিত করা যাতে নীতি নির্ধারণী পর্যায়ে এ বিষয়ে দ্রæত পদক্ষেপ নেওয়া যায়। গত এক বছর এ বিষয়ের উপর ১০টি যুব সংগঠন নারায়ণগঞ্জসহ দেশের ১০ জেলায় ক্যাম্পেইন পরিচালনা করেছে।