বাংলাদেশ আওয়ামী মৎসজীবী লীগ ফতুল্লা থানা শাখার আয়োজনে ও সেচ্ছাসেবী সংগঠন বলাকার উদ্যোগে পাগলা উচ্চ বিদ্যালয়ে দিন ব্যাপী রক্ত নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ১৪ মার্চ ) সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে এ রক্ত নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত হয়।
উক্ত রক্ত নির্ণয় কর্মসূচী আয়োজনে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামী মৎসজীবী লীগ ফতুল্লা থানা শাখার সভাপতি শেখ মোঃ হাফিজুর রহমান।
এসময় শেখ মোঃ হাফিজুর রহমান বলেন,জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে আমরা বেশ কয়েকটি কর্মসূচীর পদক্ষেপ নিয়েছি। আমাদের এই কর্মসূচী গুলো সারা মাস ব্যাপি অব্যাহত থাকবে। স্বাধীনতা যুদ্ধে সকল শহীদের আত্বার মাগফেরাত কামনা করছি এবং জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ জন্মবার্ষিকীর অগ্রিম শুভেচ্ছা ও তার বিদ্রোহী আত্বার মাগফেরাত কামনা করছি।
এসময় আরও উপস্থিত ছিলেন,কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী জসিম উদ্দিন,নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ, এম, নাজমুল হাসান লিটন, পাগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রোজেন্দ্র নাথ সরকার,পাগলা উচ্চ বিদ্যালয়ের এ্যাডভ কমিটির অভিবাবক সদস্য রেজাউল করীম,বাংলাদেশ আওয়ামী মৎসজীবী লীগ ফতুল্লা থানা শাখার সহ সভাপতি পারভেজ মোশাররফ, বাংলাদেশ আওয়ামী মৎসজীবী লীগ ফতুল্লা থানা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক এম, মোহাম্মদ আলাউদ্দিন, দপ্তর সম্পাদক শেখ মোঃ মানিক।