নারায়ণগঞ্জ পাঁচ আসনের সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নাসিম ওসমান,এর পুত্র আলহাজ্ব আজমেরী ওসমানের সহায়তা জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি মালিক সমিতির উদ্যোগে নাসিম ওসমান জামে মসজিদ উদ্বোধন হয়েছে ।
মঙ্গলবার ১৫ মার্চ সন্ধ্যায় চাষাড়া চাঁন মাড়ি সফি ডাক্তার সড়ক সংলগ্নে নির্মাণাধীন মসজিদ উদ্বোধন করা হয় ।
স্থানীয় এলাকা বাসী জানান আমরা গর্ভিত এই প্রথম নারায়ণগঞ্জে বীর মুক্তিযোদ্ধার সম্মানে মজিদ নির্মাণা হলো।
এ মসজিদের প্রধান উপদেষ্টা হলেন নাসিম ওসমানের একমাত্র ছেলে আজমেরী ওসমান । জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি মালিক সমিতির সভাপতি আমির হোসেন ডালিম সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আবুল হাসেম রিংকু , উপদেষ্টা মেজবাউদ্দিন মোল্লা , সহ সভাপতি আবুল হোসেন মিঠু , দ্বীন ইসলাম খোকা , যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জামান রকি , গোলাম সারোয়ার , শাহ জাহান , সাংগঠনিক সম্পাদক জানে আলম হিরো , দপ্তর সম্পাদক জাহাঙ্গীর প্রধান সহ আরো অনেক নেতৃবৃন্দ।