নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল বলেন, বাংলাদেশের ইতিহাস মানেই সর্বকালের সর্বসেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। বহু আনন্দোলনের সূতিকাগার এই নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ সাধারণ মানুষ সকল আন্দোলন সংগ্রামে ব্যাপক ভূমিকা রেখেছে । যার ফলে বাংলাদেশের ইতিহাসে এই নারায়ণগঞ্জ ।
বৃহস্পতিবার( ১৭ মার্চ ) রাতে চাষাড়া শহীদ জিয়া হল প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জেলা ও মহানগর মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদ এর আয়োজনে কেক কাটা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
তিনি আরোও বলেন নারায়ণগঞ্জে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জামায়াত বি এন পি জোট সরকার আমলে আমাদের সহকর্মীদের ৪৯ জন কে হারিয়েছি। আজকে বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় আওয়ামীলীগ অধিষ্ঠিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনেরর জন্য দেশ পরিচালনা করছেন। তাই আপনারা পূণরায় আওয়ামীলীগ সরকারকে রাষ্ট্রো পরিচালনায় দায়িত্ব প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি।
নারায়ণগঞ্জ জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদ এর সভাপতি এইচ এম রাসেল এর সভাপতিত্বে ও জেলা কমিটির সধারণ সম্পাদক জে আর রাসেল আহমেদ, মহানগর কমিটির সভাপতি হামদান-উর রহমান শান্ত’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি মো.জুয়েল হোসেন, যুবলীগের শুভ্রত ভূমিক কুটু, রিপন ঘোষ, সাবেক ছাত্র নেতা মো.জাকির হোসেন, ওহিদুল ইসলাম ওহিদ।
এছাড়া আরোও উপস্থিত ছিলেন, শহিদুল হক প্রমিত, আনোয়ার হোসেন, রাশেদুল ইসলাম রানা,সাইফুল ইসলাম, হাজী মনির হোসেন বাবুল, মো. আ:রহিম, আদীল খান, রনি ঘোষ, মো. সায়মন ইসলাম, এজে মিন্টু, রাজিয়া আক্তার ময়না প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বাগে জান্নাত জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি আব্বাস উদ্দিন।