এনায়েত নগর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার শারজাহান মাদবর বলেন, আজ থেকে সরকারে ভর্তুকি হিসেবে নিম্ন আয়ের মানুষের মাজে ন্যায্য মূল্যে পবিত্র রমজান উপলক্ষে টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।
রবিবার ( ২০ মার্চ) সকালবেলা পশ্চিম মাসদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্নে সকাল ৯টা হতে দুপুর ১২টা পর্যন্ত (১শত ৩০জনকে) টিসিবি’র ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিতরণ কালে তিনি এসব কথা বলেন।
তিনি আরোও বলেন, আজ প্রথম দিনে ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে ( তিনটি) ওয়ার্ডের টিসিবির কার্ডধারী সদস্যকে পণ্যসামগ্রী দেওয়া হয়েছে। আজ প্রথম দিনে টিসিবির কার্ড আমাদের কাছে পৌছাতে দেড়ির কারনের কিছুটা বিলম্ব হয়েছে।
মাশফি এন্টারপ্রাইজ এর তত্ত্বাবধানে টিসিবির পণ্যসামগ্রী বিতরন করা হয়েছে।
এসময় এনায়েত নগর ইউনিয় পরিষদের সংরক্ষিত মহিলা ফারহানা সহ আরো স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।