নাসিক ১৩নং ওয়ার্ড আল্লামা ইকবাল রোডের মহিলা কলেজ পর্যন্ত বাকি অংশের সড়ক সংযুক্ত আরসিসি ড্রেনের ঢালাই কাজের উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও ১৩, ১৪, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি।
শুক্রবার (২৫ মার্চ) দুপুরে চাষাড়া বালুরমাঠ এলাকায় সড়কের বাকি অংশের ড্রেনের ঢালাই কাজ শুরু হয়।
উদ্বোধনকালে কাউন্সিলর বিন্নি বলেন, অনেক বাঁধা বিপত্তির মধ্য দিয়ে এই সড়কটির কার্যক্রম চলছে। সব বাঁধা অতিক্রম করেই আমরা কাজ চালিয়ে যাচ্ছি। সড়কের কাজ সম্পন্ন হলে এই পথে থ্রি হুইলার যানবাহনগুলো মূল সড়ক এড়িয়ে সহজেই চাষাড়া পর্যন্ত চলাচল করতে পারবে। এতে করে বঙ্গবন্ধু সড়কের উপড় যানবাহনের চাপ কিছুটা কমবে।