ভিভোর অনুমোদিত অত্যাধুনিক ব্রান্ডের হ্যান্ডসেট আয়োজন নিয়ে মোবাইল ‘ইব্রাহিম টেলিকম-২’ নামে মোবাইল ফোনের শো-রুম উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার ( ২৫ মার্চ ) বাদ মাগরিব বঙ্গবন্ধু রোড, গোলচিপা, আলহাজ্ব বেনু টাওয়ার এর নিচ তলায় ইব্রাহিম টেলিকম-২’ ভিভো শো-রুম দোয়া ও ফিতা কেটে প্রতিষ্ঠানটি উদ্বোধনের মাধ্যমে শুভ সূচনা করে ইব্রাহিম টেলিকম-২ এর যাত্রা শুরু করা হয়।
ইব্রাহিম টেলিকম-২’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন’র ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির।
এসময় ভিভোর অনুমোদিত ‘ ইব্রাহিম টেলিকম-২’ এর কর্ণধার হুমায়ন কবির ও সামির পায়েল জানান, আমাদের এই শো-রুমে অত্যাধুনিক ব্রান্ডের মোবাইল পাওয়া যাবে। এবং গ্রাহকের চাহিদা অনুযায়ী সকল মডেলে মোবাইল সেট রেখেছি। যাতে কোন গ্রাহক অন্যকোন মডেল’র মোবাইল জন্য ফিরে যেতে না হয় সেই ব্যবস্থা রয়েছে আমাদের এই শো-রুমের।
তারা আরোও বলেন আমাদের কাছ থেকে যারা মোবাইল সেট ক্রয় করবে তাদের সকল ধরণে সুযোগ সুবিধা অগ্রাধিকার দেওয়া হবে। এবং গ্রাহকের চাহিদা মেটাতে আমরা বদ্ধপরিকর থাকিব।
এছাড়া আরোও উপস্থিত ছিলেন আলহাজ্ব বেনু টাওয়ার এর কর্ণধার হাজী আক্তারু জামান সহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইব্রাহিম টেলিকম-২’ভিভোর মোবাইল শো-রুমের উদ্বোধনী অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন উকিলপাড়া জামে মসজিদের মোয়াজ্জেম কারি মো.বসির উদ্দিন।