স্বাধীনতা দিবস উপলক্ষে শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন ও নারায়ণগঞ্জ শহরে বর্ণাঢ্য জাঁকজমক আয়োজনে বিজয় র্যালি করেন রুপগঞ্জ দাউদপুর ইউনিয়ন যুবদলের কমিটির নেতৃবৃন্দ।
শনিবার ( ২৬ মার্চ) বেলা ১১ টায় দাউদপুর ইউনিয়ন যুবদলের আয়োজনে বিজয় র্যালি নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক গুলোতে প্রদর্শন করে চাষাড়াস্থ বিজয় স্তম্ভে ফুল দিয়ে শহীদের শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।
নারায়ণগঞ্জ শহরে বিশাল র্যালিতে নেতৃত্ব দেন দাউদপুর ইউনিয়ন যুবদলের প্রথম যুগ্ম আহবায়ক শাহিন মোল্লা, ৩নং যুগ্ম আহবায়ক সালেকুর জামান দীপু, ৪নং যুগ্ম আহবায়ক আশিকুর রহমান রুবেল, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব বিল্লাল হোসেন, ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও ইউনিয়ন যুবদল সদস্য নাঈম মিয়া প্রমুখ।
রুপগঞ্জ দাউদপুর ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ সংবাদ মাধ্যমকে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ( বি এন পি) দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে হাতকে শক্তিশালী করার লক্ষে দাউদপুর ইউনিয়ন যুবদলের ভূমিকা অব্যাহত থাকবে।
তারা আরোও বলেন, আজকের কর্মসূচি মাধ্যমে বর্তমান অবৈধ সরকারকে বুঝিয়ে দিতে চাই যে প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিকদের কখনো দাবিয়ে রাখতে পারবে না সরকার। তাই এই সরকারকে আহবান করবো আমাদের দেশ মাতা বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে মাতার সুচিকিৎসার সুব্যবস্থা করতে হবে। এবং তারেক জিয়া সহ সকল নেতা কর্মীদের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।