নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৮নং ওয়ার্ডের কাউন্সিলর রুহুল আমিন মোল্লার খামখেয়ালির অব্যবস্থাপনায় সাঁকোটি ভেঙে পড়লো। সিটি কর্পোরেশনের মেয়র ( নগর মাতা ) সেলিনা হায়াৎ আইভী সহ কাউন্সিলর ও মুক্তিযোদ্ধাদের আয়োজিত গণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি যোগদান করার পূর্বমুহূর্তে সাঁকো ভেঙে পরেছে।
শনিবার (২ এপ্রিল) বিকেলে নাসিক ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর রুহুল আমিন মোল্লার আয়োজনে গোদনাইল ক্যানেলপাড় এলাকায় মেয়র আইভী, কাউন্সিলররা, মুক্তিযোদ্ধা সহ এলাকার গুণীজনদের গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি (নগর মাতা ) সেলিনা হায়াৎ আইভী আসার পূর্বে নির্মিত অস্থায়ী একটি সাঁকো ভেঙে পড়ল।
রুহুল আমিন মোল্লার আয়োজিত গণ-সংবর্ধনা অনুষ্ঠানে প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায় অনুষ্ঠানের সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এরই মধ্যে সেখানে অনুষ্ঠানস্থলের মাঠে যাওয়ার জন্য একটি অস্থায়ী সাঁকো তৈরি করা হয় মেয়র আইভীর জন্য, সেই সাঁকো দিয়ে আমন্ত্রিতরা যাতায়াত করছিলেন। কিছু সংখ্যক লোকজন সাঁকোতে উঠে পারাপার হচ্ছিল হঠাৎ শব্দ হয়ে সাঁকোটি বেঙে পড়লো। আয়োজকরা মাইকে ঘোষনা দিয়ে সহযোগিতা চেয়ে সাঁকো দ্রুত মেরামত করতে ছুটাছুটি করতে থাকে।
মেয়র আসার পূর্বে কোন রকম জোড়াতালিতে অতিথিকে সাঁকোতে উঠার জন্য জোড়াতালি দিয়ে মেরামত হলে মেয়র এসে উপস্থিত হন।
সেখানে উপস্থিত একাধিক ব্যক্তি জানান, মূলত এই সাঁকোটি অস্থায়ীভাবে মেয়রের জন্যই নির্মাণ করা হয়। এটি আয়োজকদের অসতর্কতা ও ব্যর্থতা যে এমন একটি সাঁকো নির্মাণ করেছেন যা কিনা অতিথি আসার আগেই ভেঙে পড়লো। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান তারা। আমরা এ ঘটনায় আয়োজকদের নিন্দা জানাই।