1. [email protected] : admin :
  2. [email protected] : Narayanaganj Press : Narayanaganj Press
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:১৬ অপরাহ্ন

৯৯৯’পুলিশকে বাড়ি দেখিয়ে দেয়ায় কাল হলো শরীফ’মানববন্ধনে নিহত স্বজনদের কান্না

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ৪৮৩ Time View

শাহাদাত অরফে জাপানি বাড়ির ভাড়াটিয়া কবির এবং তার স্ত্রী ঝগরায় তার স্ত্রী ৯৯৯ এ ফোন করে পুলিশ আনে। কিন্তু ওই দিন পুলিশ আমার ছেলেকে নিয়ে জাপানি বাড়ি দেখিয়ে দিতে প্রবেশ করে। পুলিশ বের হলেও আমার ছেলে আর জীবিত অবস্থায় বের হয় নাই। নিহতের মায়ের মানববন্ধনে নিহতের মায়ের আর্তনাদ কান্না প্রশাসন পর্যন্ত পৌছায় না।

ফতুল্লার কোতালেরবাগ কাস্টমসের মোড় এলাকায় নিহত শরীফ হোসেন বাবু হত্যার বিচারের দাবী জানিয়ে মানববন্ধন করেছে এলাকাবাসি।

শনিবার (১৬ এপ্রিল ) দুপুরে ফতুল্লা ৫ নম্বর ওয়ার্ড কোতালেরবাগ এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নিহতের মা জোসনা বলেন, গত বছরের ১০ ডিসেম্বর ফতুল্লার থানার পুলিশ আমার ছেলেকে ডেকে নিয়ে শাহাদাত হোসেন ওরফে জাপানির বাড়িতে নিয়ে যায়। পুলিশ নাকি তাদের বাড়ি চিনে না। তাই আমার ছেলে শরীফ বাবুকে দেখিয়ে দিতে বলে তাকে সাথে করে নিয়ে যায়। শাহাদাত জাপানে থেকে বাড়ি করায় তাকে জাপানি বলে ডাকে। শাহাদাতের বাড়ির ভাড়াটিয়া কবির এবং তার স্ত্রী ঝগরা করে। পরে তার স্ত্রী ৯৯৯ এ ফোন করে পুলিশ আনে। ফতুল্লার পুলিশ এসে তাদের ঝগরা মিটমাট করে দিয়ে যায়। কিন্তু ওই দিন পুলিশ আমার ছেলেকে নিয়ে জাপানি বাড়িতে প্রবেশ করে পুলিশ বের হলেও আমার ছেলে আর জীবিত অবস্থায় বের হয় নাই। পুলিশ বের হওয়ার ২০ থেকে ৩০ মিনিট পুরে আমাদের খবর আসে আমার ছেলে শরীফ বাবু নাকি মারা গেছে। পরে আমরা গিয়ে দেখি আমার ছেলে আর নেই।

তিনি আরও বলেন, আমরা ফতুল্লা থানায় অজ্ঞাত আসামী করে মামলা করি। আমাদের ধারণা জাপানি বাড়ির মালিক শাহাদাত, তার ছেলে তাফসির, ভাগিনা মনির এবং জাপানির স্ত্রী মিলে আমার ছেলেকে হত্যা করে। শাহাদাত অনেক টাকার মালিক হওয়ায় তারা টাকা দিয়ে আমার ছেলের মৃত্যুর পোষ্ট মোর্টেম রিপোর্ট নিজেদের মত করে অপমৃত্য বানিয়ে নিছে। তাই আমরা আদালতের মাধ্যমে আমার ছেলের মৃত্যুর তদন্ত করার জন্য পিবিআই পুলিশ দেয়ার দাবী জানাই। বর্তমানে তা পিবিআই তদন্ত করছে।

এসময় নিহতের পিতা শহিদ জানান, আমার ছেলেকে যখন মৃত্যু অবস্থায় পাই তখন আমরা তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত দেখতে পাই। ডান এবং বাম হাতের কনুই ভাঙ্গা পাওয়া যায়। তারা আমার ছেলেকে হত্যা করে এখন অপমৃত্যু সাজিয়ে নিজেদেরকে বাচানোর চেষ্টা করছে।

পিবিআই পুলিশ শাহাদাতকে গ্রেপ্তার করে। পরে সে টাকা দিয়ে ২ নম্বরি কাগজ বানিয়ে জামিন নিয়ে আসে। এখন আমাদেরকে হুমকি ধমকি দিচ্ছে। আমরা আদালতের মাধ্যমে এই হত্যার সঠিক তদন্তের মাধ্যমে সুষ্ঠ বিচারের দাবী জানাই।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা মুক্তিযোদ্ধ প্রজন্ম সংসদের সভাপতি ওয়াহিদ, জামান, বিল্লাল, সুমন, অপু, হালিম জুয়েল সহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© ২০২৩ | সকল স্বত্ব  নারায়ণগঞ্জ প্রেস কর্তৃক সংরক্ষিত
Designed by RIAZUL