সংযম সাধনার পবিত্র মাস রমজান উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ এর আমন্ত্রণে অংশগ্রহণ করেন মেডিপ্লাস মেডিকেল সার্ভিসেস (প্রা.) লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক মোফাজ্জল হোসেন মিন্টুর ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও মাদার প্রিন্টের ব্যবস্থাপনা পরিচালক এস এম রানা।
বুধবার ( ২০ এপ্রিল ) জেলা প্রশাসকের বাসভবনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
তারা বলেন, এই সৌন্দর্য মনোরম পরিবেশে জেলা প্রশাসক আমাদের নিয়ে ইফতার মাহফিল করেছেন সে জন্য তাকে ধন্যবাদ জানাই। মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, ব্যবসায়ী, সাংবাদিকসহ সকল শ্রেনীর পেশার মানুষদের নিয়ে ইফতার করায় আমরা তাকে সাধুবাদ জানাই। আমাদের ব্যবসায়ী সমাজ ও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই এরি সাথে তাদের সুস্বাস্থ্য কামনা করছি।