সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ এ.কে.এম শামীম ওসমানের পুত্র অয়ন ওসমানের পক্ষ থেকে বন্দরে একটি মাদ্রাসায় এতিম শিশুদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ মাগরিব বন্দর ইউনিয়নের মীরকুন্ডী এলাকায় ইয়াছির হাসান শেখ হাফেজিয়া মাদ্রাসা, লিল্লাহ বোর্ডিং ও ইয়াতিমখানায় এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বন্দর ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা শেখ সুমন।
সভাপতির বক্তব্যে শেখ সুমন বলেন, মহান রাব্বুল আলামিনের ইচ্ছায় আজ একটি মহৎ উদ্দেশ্য নিয়ে আমরা এখানে হাজির হয়েছি। এখানে উপস্থিত আমরা সকলেই প্রতিদিন আমাদের পরিবারের সাথে ইফতারে শরিক হতে পারলেও এতিম শিশুগুলো সেই সুবিধা থেকে বঞ্চিত। তাই আজ তাদের নিয়ে আমরা সকলে একটি পরিবারের মতো মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানাবো। আল্লাহ যেনো আমাদের সকলকে হেফাজতে রাখেন। মহামারী থেকে বিশ্ববাসীকে হেফাজতে রাখেন। সবাইকে দ্বীনের পথে চলার তাওফিক দান করেন। সবশেষে তিনি নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবার ওসমান পরিবারের সদস্যদের জন্য দোয়া প্রার্থনা করেন।
ইফতার মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।