ঢাকা রেঞ্জ এর ১৭ টি জেলার মধ্যে শ্রেষ্ঠ স্থান অধিকার করেছেন নারায়ণগঞ্জ জেলার গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক শিবলি কায়েস মীর।
ঢাকা রেঞ্জ অফিস সম্মেলন কক্ষে বিভাগীয় পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভায় এই সম্মাননা পুরুস্কার প্রধান করা হয়।
এসময় ঢাকা রেঞ্জ এর ডি আই জি হাবিবুর রহমান হাবিব মহদয়ের কাছ থেকে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ অফিসার হিসাবে পুরস্কার গ্রহন করে সাব-ইন্সপেক্টর শিবলি কায়েস মীর। নারায়ণগঞ্জ জেলায় বিগত সময়ে ডিবি পুলিশের দায়িত্বে থাকা অবস্থায় নিজের গুরুত্বপূর্ণ অবদান ও বিভিন্ন ক্লু-লেস মামলার তদন্ত সফলভাবে সম্পন্ন করায় তাকে এই পদকে ভূষিত করা হয়।
ডিবির সাব-ইন্সপেক্টর শিবলি কায়েস মীর জানান, বাংলাদেশ পুলিশ একটি অত্যান্ত সুশৃঙ্খল বাহিনী। আমরা সব সময়ই জনকল্যাণে কাজ করি। জেলা পুলিশের পক্ষ থেকে আমাকে যখন যে দায়িত্ব দেয়া হয়েছে আমি তা অত্যান্ত নিষ্ঠার সাথে পালনের চেষ্টা করেছি। আজকে এ পুরষ্কার পেয়ে আমি অত্যান্ত খুশি। আমি আমার উর্ধতন কর্মকর্তাদের ধন্যবাদ জানাই।
প্রশংসাপত্র ও সম্মাননা স্মারক প্রদানের সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি নূরে আলম মিনা, এডিশনাল ডিআইজি জিহাদুল কবির, এডিশনাল ডিআইজি (প্রশাসন) জিহাদ, ঢাকা রেঞ্জের পুলিশ সুপার নাবিলা জাফরিন রীনা প্রমুখ।