নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা হতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এসময় আসামির কাছ থেকে ৯০ পিষ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় জার মূল্য প্রায় ২৭ হাজার টাকা।
বুধবার (২৭ এপ্রিল) তাকে গ্রেফতার করা হুয়।
গোয়েন্দা পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি সাকিনস্থ নাইনদারপাড়ার জনৈক বাছের উদ্দিনের পাকা বাড়ীর সামনে কাচা রাস্তার উপর পৌছামাত্র ডিবি পুলিশের উপস্থিতি টের পাইয়া দুইজন লোক দৌড়াইয়া পালানোর চেষ্টা কালে সংঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় উল্লেখিত আসামী আল – আমিন ওরফে রুবেলকে পাকরাও করতে সক্ষম হইলেও অপর পলাতক আসামী ওয়াহিদুল ওরফে ওয়ালিদ পালাইয়া যায় ।
এসময় ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের ও সঙ্গীয় অফিসার ফোর্সের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করিলে আসামী তাহার বর্ণিত নাম ঠিকানা প্রকাশ করে এবং পলাতক আসামীর নাম ঠিকানা জানায়।
জেলা গোয়েন্দা শাখার ইন্সপেক্টর মোঃ শিবলী কায়েছ মীর জানান, আসামীকে মামলার ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হইয়াছে । প্রাপ্ত তথ্যাদি যাচাই করা হইতেছে । উক্ত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী বলিয়া স্থানীয় ভাবে জানা যায় । ধৃত আসামীর নাম ঠিকানা যাচাই করা হয় নাই । মামলার তদন্ত অব্যাহত আছে । ধৃত আসামী জামিনে মুক্তি পাইলে চিরতরে পলাতক হওয়ার সমূহ সম্ভাবনা রহিয়াছে । তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত তাহাকে জেল – হাজতে আটক রাখা একান্ত প্রয়োজন । আমরা মামলার তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত আসামীকে জেল হাজতে আটক রাখার আদেশের জন্য আবেদন করেছি।