1. [email protected] : admin :
  2. [email protected] : Narayanaganj Press : Narayanaganj Press
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:২২ অপরাহ্ন

সকাল সন্ধ্যা ঈদ বাজার পণ্য গ্রাহকদের বুজিয়ে দিলেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ৩৯২ Time View

নিজস্ব প্রতিবেদক:
খুদ্র শ্রমজীবীদের সকাল সন্ধ্যা ঈদ বাজার সমিতির পণ্য গ্রাহকদের মাঝে বুজিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ( ২৮ এপ্রিল ) সকাল দশটায় দেওভোগ আলী আহম্মদ চুনকা সড়কস্থ, নাসিক ১৪ ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে সংলগ্ন সকাল সন্ধ্যা শ্রমজীবী সমবায় সমিতির লিঃ এর একটি শাখার আয়োজনে এ ঈদ বাজার বিতরণ করা হয়।

ঈদ বাজার সমিতির সভাপতি রাকিবুল হাসান রাকিব বলেন, আমরা ২০১৪ সাল থেকেই এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমাদের এ পর্যন্ত তিন হাজারের ওপর বই বিতরণ করা হয়েছে। আমরা এবার সাতশ বই ছেড়েছিলাম। সেখান থেকে দশটি বই বাদ গিয়েছে। এখন আমরা ছয়শ নব্বই জনকে মালামাল দিচ্ছি। এছানে আমাদের ছাব্বিশ পদের আইটেম রয়েছে। চাল, পঞ্চাশ কেজি গরুর মাংস, চারটা মুরগী, পাঁচ লিটার তেল।

তিনি আরও বলেন, বর্তমান অবস্থায় অনেকের জন্যেই ঈদ বাজার করা কষ্টসাধ্য। তাই আমাদের এই উদ্যোগ। এখানে প্রতিটি বইয়ে আমাদের প্রায় ১৪শ টাকা ভরতে হয়। তারপরেও আমরা এটা চালু রেখেছি যাতে মানুষ সুন্দর ভাবে ঈদটা পালক করতে পারে।

তিনি বলেন, সপ্তাহে সপ্তাহে টাকাটা দিলে আমাদের তেমন একটা গায়ে লাগে না। কিন্তু একসাথে এত কিছু কিনতে অনেকেরই কষ্ট হয়ে যায়। আমরা মানসম্মত ও ব্রান্ডের জিনিসপত্রই দিয়ে থাকি।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাসিক ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির।
এছাড়া আরোও উপস্থিত ছিলেন, উকিল পাড়া জামে মসজিদের সেক্রেটারি আলহাজ মো.ইয়াসিন লিটন, মহিউদ্দন, সকাল সন্ধা সমিতির চেয়ারম্যান রাকিবুল হাসান রাকিব, সেক্রেটারি খাইরউদ্দিন, কোষাধ্যক্ষ নূর মোহাম্মদ,রতন, সোলেমান,মো. সায়েম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© ২০২৩ | সকল স্বত্ব  নারায়ণগঞ্জ প্রেস কর্তৃক সংরক্ষিত
Designed by RIAZUL