পবিত্র মাহে রমজানের চতুর্থ ও শেষ জুম্মা আজ। জুমাতুল বিদা বা বিদায়ী জুমা উপলক্ষে নারায়ণগঞ্জের মসজিদগুলোতে মুসল্লিদের ব্যাপক ভীড় লক্ষ্য করা গেছে।
শুক্রবার (২৯ এপ্রিল) শহরের বায়তুল আমান জামে মসজিদ, নূর মসজিদ এবং ডিআইটি রেলওয়ে মসজিদসহ বিভিন্ন মসজিদ ঘুরে এ দৃশ্য দেখা গেছে।
এসময় মসজিদগুলোতে মুসল্লিদের ব্যাপক ভীড় থাকায় বেশিরভাগ এলাকায় মসজিদের ভেতর থেকে শুরু হয়ে বাইরে রাস্তা পর্যন্ত কাতারবদ্ধ হয়ে নামাজ আদায় করতে দেখা গেছে মুসল্লীদের।
বায়তুল আমান জামে মসজিদে নামাজ আদায় করতে আসা আসাদুর রহমান তুহীন জানান, আমার বাসা জামতলায়। এটা রমজান মাসের শেষ জুমা। তাই মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করতে এসেছি।