নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ডের প্রতি বছরের মত এবারও ওয়ার্ডের প্রতিটি মসজিদে এহতেকাফে অংশ নেয়া মুসল্লিদের টিম খোরশেদের পক্ষ থেকে ঈদ উপহার দেয়া হয়েছে।
এছাড়াও খতিব, ইমাম, মোয়াজ্জেম এবং খাদেমদের এবং মাসদাইর কেন্দ্রীয় কবরস্থানের রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্তদের ঈদ উপহার ও হাদিয়া দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) এই ঈদ উপহার ও বিশেষ হাদিয়া পৌছে দেন টিম খোরশেদের সদস্যরা।
এক বার্তায় খোরশেদ জানান, গত ১৮ বছরের মত এবারও আমরা ওয়ার্ডের সকল মসজিদে এহতেকাফে অংশ নেয়া মুসল্লিদের ঈদ উপহার দেয়া হয়েছে। ওয়ার্ডের প্রায় ২০টি মসজিদে ১৩০ জনকে এ উপহার দেয়া হয়েছে।
এছাড়াও মসজিদের ইমাম, মোয়াজ্জেম, খতিব, খাদেমসহ ১০৩ জনকে ঈদ উপলক্ষে বিশেষ হাদিয়া দেয়া হয়েছে।