নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য একেএম নাসিম ওসমানের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন শামীম পুত্র অয়ন। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলে অংশ নেন তিনি।
শনিবার (৩০ এপ্রিল) নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ ও জাতীয় পার্টির প্রয়াত প্রেসিডিয়াম সদস্য নাসিম ওসমানের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহরের মাসদাইর কেন্দ্রীয় কবরস্থান মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় অয়ন ওসমান উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, আপনারা সকলে আমার বড় পাপা নাসিম ওসমানের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে।
দোয়া অনুষ্ঠানে ওসমান পরিবারের জন্য সকলের কাছে দোয়া চান তিনি।
এসময় নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি ও আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।